You will be redirected to an external website

ট্রেনে চেপে কনসার্টে অরিজিৎ, ‘মাটির মানুষ’কে দেখতে স্টেশনে কাতারে কাতারে লোক

ট্রেনে-চেপে-কনসার্টে--অরিজিৎ,-‘মাটির-মানুষ’কে-দেখতে-স্টেশনে-কাতারে-কাতারে-লোক

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্টে অংশ নেবেন অরিজিৎ

দিন কয়েক আগেই সুরেলা কণ্ঠে তিনি ঝড় তুলেছিলেন আইপিএল-এর উদ্বোধনী মঞ্চে। তার পর অরিজিৎ সিংহের গন্তব্য উত্তরবঙ্গ। ফেব্রুয়ারি মাসে কলকাতায় কনসার্ট করেছিলেন তিনি। তার পর আরও এক বার রাজ্যে অনুষ্ঠান করতে হাজির হয়েছেন মায়ানগরীর এই বাঙালি তারকা। ৪ এপ্রিল মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

সাফল্য তাঁকে ছুঁয়েছে বহু আগেই। কিন্তু অরিজিৎ সিং যে থাকেন মাটির খুব কাছাকাছি সে প্রমাণ মিলল আরও একবার। আজ অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে তাঁর কনসার্ট রয়েছে। চাইলেন প্রাইভেট জেট করেই পৌঁছতে পারতেন সেখানে, কিন্তু অরিজিৎ বেছে নিলেন তিস্তা তোর্সা এক্সপ্রেস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একের পর এক ভিডিয়ো, সেখানেই দেখা যাচ্ছে, ছাপোষা পোশাকে ট্রেনে চেপে কনসার্টে যাচ্ছেন তিনি। তিনি যে ওই ট্রেনে আছেন সে খবর অবশ্য পৌঁছে গিয়েছিল আগেই। তাই তাঁকে দেখতে স্টেশনে হাজির হয়েছিল হাজারে হাজারে ভক্ত। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছনো মাত্রই শুরু হয়ে প্রবল হর্ষধ্বনি। আবেগমোথিত জনতার তখন চোখে জল। কেউ প্রিয় গায়ককে একটি বার দেখার জন্য কাতর কণ্ঠে ‘অরিজিৎ অরিজিৎ’ বলে চিৎকার করছেন, কেউ বা আবার ট্রেনের দরজার সামনে ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছেন। অবশেষে হাজির হন অরিজিৎ। তাঁর মুখে মাস্ক। গায়ের পোশাকটিও নিতান্ত সাদামাঠা। হাজির হয়েই ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। এরপরেই আর পাঁচজনের মতোই স্টেশন পার করে পাড়ি দেন গন্তব্যে। ভিডিয়ো ভাইরাল হতেই সকলের একটাই প্রশ্ন, “উন্নতির চরম শিখরে এসেও কী করে এতটা সাধারণ? কেনই বা এত সাধারণ?”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

প্রেম-একেই-বলে!-সাবার-জুতো-হাতে-পার্টিতে-ঘুরলেন-হৃতিক Read Next

প্রেম একেই বলে! সাবার জুত...