অরিজিতের গান নাকি ভয়ঙ্কর
জগৎজোড়া তাঁর নামডাক। লাখ লাখ টাকা খরচ করেন শ্রোতারা তাঁর গান শুনতে। প্লেব্যাকের জন্য একাধিক পুরস্কার মিলেছে তাঁর। তবে এক জনের মতে, অরিজিতের গান নাকি ভয়ঙ্কর, এত খারাপ যে, শোনা যায় না। গায়কের গানের সমলোচনা করলেন গায়িকা অনুরাধা পড়োয়াল।
আশির দশক থেকে নব্বই দশক পর্যন্ত একটানা গেয়েছেন তিনি। সেই সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা ছিলেন অনুরাধা। সিনেমার গানের পাশপাশি ভক্তিগীতির জন্য তাঁর জনপ্রিয়তা রয়েছে শ্রোতৃমহলে। সম্প্রতি বলিউডে রিমিক্স গান প্রসঙ্গে কথা বলার সময় অপ্রত্যাশিত মন্তব্য করেন গায়িকা। তুলনা টানেন তাঁর গাওয়া ‘আজ ফির তুম পে প্যায়ার’ গানের সঙ্গে অরিজিতের গাওয়া এই একই গানের রিমিক্স ভার্সনের। গানটি শুনে এতটাই খারাপ লাগে যে, কেঁদে ফেলেন অনুরাধা।
অনুরাধার কথায়, ‘‘আমাকে এক জন বলেন আজ ফির তুম পে গানটির রিমিক্স ভার্সান প্রকাশ্যে এসেছে। গানটি দারুণ জনপ্রিয় হয়েছে। কিন্তু যেই গানটা শুনি, আমি কেঁদে ফেলি। তার পর ইউটিউবে গিয়ে বেশ কয়েক বার নিজের গানটা শোনার পর শান্তি পেলাম।’’