You will be redirected to an external website

Arjun-Malaika: ফের বিচ্ছেদের গুঞ্জন! অর্জুন-মালাইকার সম্পর্কে নাকি চিড় ধরেছে

Arjun-Malaika:-ফের-বিচ্ছেদের-গুঞ্জন!-অর্জুন-মালাইকার-সম্পর্কে-নাকি-চিড়-ধরেছে

অর্জুন-মালাইকার সম্পর্কে নাকি চিড় ধরেছে

বেশ কয়েক মাস আগে তাঁদের বিচ্ছেদের খবর পাওয়া গিয়েছিল। আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা অরোরা। বেশ কয়েক মাস আগে শোনা গিয়েছিল, দু’জনের সম্পর্কে নাকি চিড় ধরেছে। বিস্তর জল্পনার পর মালাইকা এবং অর্জুন নিজেদের কথা বলতে বাধ্য হয়েছিলেন। জানিয়েছিলেন, সবটাই গুজব। তাঁরা ভাল আছেন। আবারও আরবসাগর পারে নতুন জল্পনা শুরু। শোনা যাচ্ছে, এ বার সত্যিই নাকি বিচ্ছেদ হয়েছে তাঁদের।

সম্প্রতি নিত্যনতুন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন অর্জুন। যেখানে দেখা যাচ্ছে, একা একাই ঘুরে বেড়াচ্ছেন নায়ক। কখনও উপভোগ করছেন বাহারি প্রাতরাশ। কখনও আবার সুইমিং পুলে স্নান করছেন। অর্জুনের নানা ধরনের ছবি দেখেই জল্পনা তুঙ্গে। সেই ছবি দেখেই অনেকে লিখেছেন, “মালাইকা ম্যামের সঙ্গে আপনার কি বিচ্ছেদ হয়ে গিয়েছে? তাই একা একা ছবি পোস্ট করছেন?” যদিও ক্যামেরার ও পারে কে ছিলেন, তা জানা যায়নি। আবার অন্য দিকে মালাইকাকেও দেখা গিয়েছে একা পার্টি করতে। গায়ক এ পি ধিলনের পার্টিতে একাই দেখা গিয়েছে অভিনেত্রীকে। ফলে জল্পনা আরও জোরদার।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Arijit-Singh:-জনপ্রিয়তায়-পপ-তারকা-টেলর-সুইফটকে-টপকে-গেলেন-অরিজিৎ-সিংহ Read Next

Arijit Singh: জনপ্রিয়তায় পপ তারক...