You will be redirected to an external website

Arjun Rampal: ৫০-এ চতুর্থ বার পিতৃত্বের সুখ পেলেন অর্জুন রামপাল,দ্বিতীয় বার মা হলেন গাব্রিয়েলা

Arjun-Rampal:-৫০-এ-চতুর্থ-বার-পিতৃত্বের-সুখ-পেলেন-অর্জুন-রামপাল,দ্বিতীয়-বার-মা-হলেন-গাব্রিয়েলা

দ্বিতীয় বারের জন্য মা হলেন অর্জুন বান্ধবী গাব্রিয়েলা

দ্বিতীয় বারের জন্য মা হলেন অর্জুন বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজ়। পুত্রসন্তানের মা হলেন গাব্রিয়েলা। সংসারে নতুন অতিথি আসার খবরে নিজেই দিলেন অভিনেতা। তিনি নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘আমার পরিবার এবং আমার জীবনে একটা ফুটফুটে পুত্রসন্তান এল। মা আর ছেলে দু’জনেই ঠিক আছে। মনটা ভাল লাগায় আর কৃতজ্ঞতায় ভরে যাচ্ছে।

২০১৮ সাল থেকে একে অপরকে চেনেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। ২০১৯ সালে প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দু’দশকের দাম্পত্য জীবনে ইতি টানেন বলিউড অভিনেতা। তাঁদের দুই মেয়ে মাহিকা ও মায়রা রামপাল। মেহরের সঙ্গে বিবাহবিচ্ছেদের কয়েক মাস পরেই অর্জুন ও গ্যাব্রিয়েলার কোলে আসে তাঁদের প্রথম সন্তান অ্যারিক। কয়েক মাস আগে জানা গিয়েছিল, তিনি ফের সন্তানসম্ভবা। তবে এখনও নিজেদের সম্পর্ককে আইনি ভাবে স্বীকৃতি দেননি, তা হলে কি সংসারে অনীহা তাঁদের? অর্জুন দাবি করেন, গ্যাব্রিয়েলাই নাকি বিবাহবন্ধন চান না, বরং এ ভাবেই পরস্পরের পাশে থেকে জীবনের বাকি পথটা পেরিয়ে যেতে চান।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

বিতর্ক-যতই-হোক-পরিমণী-‘মানবিক’,-মাতৃহারা-দুই-শিশুর-দায়িত্ব-নিলেন-নায়িকা Read Next

বিতর্ক যতই হোক পরিমণী ‘ম...