‘বিগ বস্’-এ জোড়া গিন্নি নিয়ে প্রবেশ আরমানের
‘বিগ বস্ ওটিটি ৩’-এর ঘরের যে প্রতিযোগীকে নিয়ে চর্চা নেটপাড়ায়, তিনি নেটপ্রভাবী আরমান মালিক। ইউটিউব থেকে ইনস্টাগ্রাম, আরমানের ‘ফলোয়ার’ সংখ্যা নেহাত কম নয়। রোজ নানা ভিডিয়ো ‘আপলোড’ করে অনুরাগীদের মনোরঞ্জনের ব্যবস্থা করেন তিনি, কিন্তু সেই সমাজমাধ্যমেই একাধিক বার হাসির খোরাক হয়েছেন এই ইউটিউবার।
এ বার সেই দুই স্ত্রীকে নিয়েই ‘বিগ বস্’ এর ঘরে প্রবেশ করেছেন আরমান। তার পর থেকেই বিতর্ক। একাধিক তারকা সরব হয়েছেন আরমানকে নিয়ে। শুধু তা-ই নয়, শোয়ের নির্মাতাদের নিয়ে কটাক্ষ শুরু হয়েছে নেটমহলে। আরমানকে দেখে এর মধ্যে ‘বিগ বস্ ’-এর প্রাক্তন প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন।
আরমানের দুই স্ত্রী হলেন পায়েল মালিক এবং কৃতিকা মালিক। ২০১১ সালে পায়েলের সঙ্গে বিয়ে হয় আরমানের। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। এর পর প্রথম স্ত্রী পায়েলের প্রিয় বান্ধবী কৃতিকাকে ২০১৮ সালে বিয়ে করেন আরমান।