You will be redirected to an external website

Dev-Rukmini: বাঘাযতীনে বিনোদিনী! দেব এবং রুক্মিণীর নতুন ছবি নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে

Dev-Rukmini:-বাঘাযতীনে-বিনোদিনী!-দেব-এবং-রুক্মিণীর-নতুন-ছবি-নিয়ে-অনুরাগীদের-আগ্রহ-তুঙ্গে

পুজোয় মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘাযতীন’

‘চ্যাম্প’ ছবিতে দেবের হাত ধরেই টলিউডে পথচলা শুরু রুক্মিণী মৈত্রর। তিনিও কিন্তু চ্যালেঞ্জ নিতে পিছপা নন।দেবকে দর্শক এ বার পর পর বড় পর্দায় ব্যোমকেশ এবং বাঘাযতীনের ভূমিকায় দেখবেন দর্শক। এই দুই ছবিতেই দেবের লুক দেখার পর অনুরাগীরা নড়েচড়ে বসেছেন। এ দিকে বড় পর্দার জন্য ইতিমধ্যেই নটীবিনোদিনী এবং সত্যবতীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। বিনোদিনীর ভূমিকায় অভিনেত্রীর লুক নিয়েই চর্চা চোখে পড়েছে। 

পুজোয় মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘাযতীন’। শোনা যাচ্ছে, এই ছবির সঙ্গেই জুড়ে দেওয়া হবে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির প্রথম ঝলক। দেব-রুক্মিণীর অনুরাগীদের জন্য তা উপরি পাওনা হতে পারে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ। এই চমকের কারণ কী? রামকমল বললেন, ‘‘দেবের ছবি মানে দর্শকের বাড়তি উৎসাহ থাকবেই। অনেকেই ছবিটা দেখবেন। তাই সেখানে আমাদের ছবির ঝলক থাকলে সেটা দর্শকের জন্য আকর্ষণীয় হবে।’’ তবে বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। 

এই মুহূর্তে ‘নটী বিনোদিনী...’-এর কলকাতার শিল্পীদের ডাবিং শেষ হয়েছে। ২৭ জুন, মঙ্গলবার রুক্মিণীর জন্মদিন। তার আগেই অভিনেত্রীর সঙ্গে কেক কাটার ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন পরিচালক। এই ছবিতে রাঙাবাবুর চরিত্রে রয়েছেন রাহুল বসু।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Dev-Rukmini:-'আমার-একমাত্র-সত্য',জন্মদিনে-‘সত্যবতী’-রূপে-রুক্মিণীর-আত্মপ্রকাশ Read Next

Dev-Rukmini: 'আমার একমাত্র সত্য',...