You will be redirected to an external website

বাবাকে সঙ্গে নিয়েই আত্মপ্রকাশ, অথচ প্রথম কাজেই বড়সড় হোঁচট আরিয়ানের

বাবাকে-সঙ্গে-নিয়েই-আত্মপ্রকাশ,-অথচ-প্রথম-কাজেই-বড়সড়-হোঁচট-আরিয়ানের

প্রথম কাজেই বড়সড় হোঁচট আরিয়ানের

বিনোদনের জগতেই নিজেকে প্রতিষ্ঠা করতে চলেছেন আরিয়ান খান। তবে অভিনেতা হিসাবে নয়, পরিচালক হিসাবে। ইতিমধ্যেই নিজের প্রথম চিত্রনাট্য নিয়ে কাজও শুরু করে দিয়েছেন বাদশা-পুত্র। তবে সেই চিত্রনাট্যর দিনের আলো দেখতে এখনও সময় আছে। তার আগেই নিজের পোশাকের ব্র্যান্ড লঞ্চ করলেন আরিয়ান। ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ডের নাম রেখেছেন ‘ডি’ইয়াভল এক্স’। ৩০ এপ্রিল প্রকাশ্যে এল সেই সংস্থার প্রথম পোশাক। সঙ্গে জানা গেল পোশাকের দামও। সেই দাম দেখেই মাথা ঘোরার জোগাড় নেটাগরিকদের। একটা টি-শার্টের দাম ২৪ হাজার টাকা! জ্যাকেট কিনতে হলে খরচ হবে প্রায় দুই লক্ষ টাকা! এত দাম দিয়ে পোশাক কিনবে কে? 

‘ডি’ইয়াভল এক্স’-এর মাধ্যমেই পরিচালক হিসাবে পথচলা শুরু হল জুনিয়র খানের। পোশাকের ব্র্যান্ডের প্রচার ঝলকের পরিচালনা করেছেন আরিয়ান নিজেই। তা-ও আবার অন্য কাউকে নয়, বাবা শাহরুখকেই ক্যামেরার নেপথ্যে থেকে ‘অ্যাকশন’ বলেছেন শাহরুখ-পুত্র। ক্যামেরার সামনে শাহরুখ, আর নেপথ্যে আরিয়ান। বাবা ও ছেলের এই জুটিকে বেশ পছন্দও করেছেন নেটাগরিকরা। তবে পোশাকের দাম দেখেই সমালোচনার সুর অনুরাগীদের গলায়। অনেকের দাবি, ‘‘কে ঠিক করেছেন এই পোশাকের দাম? আমি শুধু তাঁর সঙ্গে এক বার কথা বলতে চাই।’’ অনেকের মতে, ‘‘এই পোশাকের ব্র্যান্ড ধনীদের জন্যও নয়। এই পোশাক কিনে পরবেন একমাত্র তাঁরাই, যাঁরা পোশাক পরেন শুধু মাত্র তার ব্র্যান্ড ও দাম দেখানোর জন্য।’’ 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

‘সুখে-দুখে-তোমাকেই-ভালবাসব’,-অনুষ্কার-জন্মদিনে-আদুরে-শুভেচ্ছা-বিরাটের Read Next

‘সুখে-দুখে তোমাকেই ভালব...