You will be redirected to an external website

Aryan Khan: বলিউডে অভিষেকের আগেই আরিয়ানের ওয়েব সিরিজ় বিক্রি হল কয়েকশো কোটিতে

Aryan-Khan:-বলিউডে-অভিষেকের-আগেই-আরিয়ানের-ওয়েব-সিরিজ়-বিক্রি-হল-কয়েকশো-কোটিতে

আরিয়ানের ওয়েব সিরিজ় বিক্রি হল কয়েকশো কোটিতে

বাবা শাহরুখ খান। সকলেই ভেবেছিলেন বড় হয়ে বাবার দেখানো পথেই হাঁটবেন আরিয়ান খান। ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে বড় হয়ে ওঠা। স্বাভাবিক ভাবে, অভিনেতার পুত্র অভিনেতাই হবে বলে ধরে নেওয়া হয় বলিউডে। তবে আরিয়ান খানিকটা ব্যতিক্রমী। বাবার পথে হাঁটতে চাননি তিনি। বিনোদনের জগতে ইতিমধ্যেই পা রাখলেও নিজেকে ক্যামেরার নেপথ্যেই রেখেছেন শাহরুখ-পুত্র। অভিনেতা নয়, পরিচালক হিসাবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে চান আরিয়ান। সম্প্রতি পরিচালক হিসাবে আরিয়ানের হাতেখড়ি হয়েছে তাঁর নিজের পোশাক ব্র্যান্ডের জন্যে একটি বিজ্ঞাপনের পরিচালনার মাধ্যমে। যদিও এর আগেই থেকেই নিজের ওয়েব সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। ‘স্টারডম’ সিরিজ়ের মাধ্যমে পরিচালক আরিয়ানের আত্মপ্রকাশ ঘটবে। যেখানে নবাগত পরিচালকদের কাজ বিক্রি করতে প্রযোজকদের দোড়গোড়ায় ঘুরতে হয়, সেখানে আরিয়ানের কাজ কেনার জন্য ১২০ কোটি টাকার প্রস্তাব দিয়ে বসে আছে প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মগুলি।

ছেলের প্রথম সিরিজ়ের প্রযোজনার ভার নিয়েছে বাবাই। শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ় এন্টারটেনমেন্ট’-এর তরফ থেকেই তৈরি হচ্ছে এই সিরিজ়। গ্ল্যামার জগতের নেপথ্যকাহিনির আধারেই লেখা সিরিজ়ের চিত্রনাট্যে। শুটিং শেষ হয়নি এখনও। তাঁর আগেই জ্যাকপট পেলেন আরিয়ান! যদিও সূত্রের খবর, এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ শাহরুখ-পুত্র। যত ক্ষণ না তাঁর সিরিজ়ের কাজ শেষ হচ্ছে,তত ক্ষণ কোনও ওটিটির প্রস্তাব গ্রহণ করতে রাজি নন আরিয়ান।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

‘দ্য-আর্চিস’-মুক্তির-আগেই-জল্পনা-তুঙ্গে,বার-শাহরুখ-খানের-মেয়ের-ওপর-নজর-গেল-করণ-জোহরের Read Next

‘দ্য আর্চিস’ মুক্তির আগ...