মধুচন্দ্রিমা কাটাচ্ছেন আশিস বিদ্যার্থী!
অসমের পোশাকশিল্পী রূপালি বড়ুয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকেই অভিনেতার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। অতীত নিয়েও হয়েছে সমালোচনা। অবশ্য আপাতত এই সব থেকে অনেকটাই দূরে রয়েছেন আশিস। স্ত্রী সঙ্গে তিনি এখন দেশের বাইরে ছুটি কাটাচ্ছেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন আশিস। অনেকেই মনে করছেন দম্পতি মধুচন্দ্রিমায় গিয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আশিস। সেই ছবিতে একটি বাসে দু’জনকে বসে থাকতে দেখা যাচ্ছে। পিছন ফিরে তাঁরা ক্যামেরার জন্য পোজ় দিয়েছেন। ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, দম্পতি আপাতত বিদেশে রয়েছেন। দু’জনের মাথায় ট্র্যাভেল হ্যাট। আশিসের পরনে রয়েছে হলুদ হাফ শার্ট এবং রূপালির পোশাকটি গোলাপি। যিনি ছবিটি তুলে দিয়েছেন তাঁর উদ্দেশে আশিস লিখেছেন, ‘‘ভালবাসা এবং শুভেচ্ছা জানানোর জন্য প্রিয় বন্ধুকে ধন্যবাদ।’’
নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘‘আপনাদের নতুন পথচলা শুভ হোক।’’ আবার কারও কথায়, ‘‘আপনাদের একসঙ্গে খুব সুন্দর দেখাচ্ছে।’’ তবে এরই পাশাপাশি দম্পতি মধুচন্দ্রিমায় কোথায় গিয়েছেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কারণ আশিস বা রূপালি, কেউই তাঁদের গন্তব্যকে খোলসা করেননি।