You will be redirected to an external website

আইপিএলে ধোনির পা ছুঁয়েছিলেন অরিজিৎ, পারফরম্যান্স শেষেই ফিরে গেলেন প্রিয় মানুষের কাছে

আইপিএলে-ধোনির-পা-ছুঁয়েছিলেন-অরিজিৎ,-পারফরম্যান্স-শেষেই-ফিরে-গেলেন-প্রিয়-মানুষের-কাছে

পারফরম্যান্স শেষেই ফিরে গেলেন প্রিয় মানুষের কাছে

দীর্ঘ পাঁচ বছর পরে রাজকীয় ভাবে ফিরেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যার পোশাকি নাম আইপিএল। জাঁকজমকের সঙ্গেই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে ৩১ মার্চ। দুই দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনা ও তমন্না ভাটিয়ার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন অরিজিৎ সিংহ। অরিজিতের গানে মজেছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শক, শ্রোতা, অনুরাগী থেকে শুরু করে আইপিএলের দলের খেলোয়াড়রাও। তবে পারফরম্যান্স শেষে অরিজিৎ মজেছেন নিজের প্রিয় মানুষে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় গায়কের সফরসঙ্গী ছিলেন তাঁর স্ত্রী কোয়েল সিংহ। আমদাবাদ থেকে ফেরার পথে বিমান বন্দরে প্রেমালাপে মজলেন স্বামী-স্ত্রী। সমাজমাধ্যমে ভাইরাল হল দম্পতির মিষ্টি প্রেমের সেই মুহূর্ত।

‘রং দে তু মোহে গেরুয়া’ থেকে ‘কেশরিয়া’। অরিজিৎ সিংহের গানের ছত্রে ছত্রে প্রেমের ইস্তেহার। তবে শুধু তাঁর গানেই নয়, গায়কের জীবনেও প্রেমের খামতি নেই। স্ত্রী-কন্যাকে নিয়ে সুখী সংসার তাঁর। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি অর্জন করলেও, ব্যক্তিগত জীবনে খুবই সাদামাটা অরিজিৎ সিংহ। তাঁর প্রেমও নামজাদা ব্যক্তিত্বদের মতো ক্যামেরাসর্বস্ব নয়, বরং আদরে মুহূর্তগুলো ব্যক্তিগত পরিসরে রাখতেই বেশি পছন্দ করেন অরিজিৎ। তবে আমদাবাদ বিমানবন্দরে তার ব্যতিক্রম ঘটল শুক্রবার। আইপিএলের উদ্বোধনী পারফরম্যান্স শেষে ফেরার সময় স্ত্রীকে জড়িয়ে ধরলেন ‘চন্না মেরেয়াঁ’ গায়ক। আদুরে সেই মুহূর্ত যে অরিজিতের গানের চেয়ে কিছু কম প্রেমমাখা নয়। তাতেই মজলেন গায়কের অনুরাগীরা। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিয়ো দেখে অনুরাগীদের দাবি, বাস্তব জীবনে এই প্রেমিকসুলভ মনোভাবের জন্যই এত দরদ দিয়ে প্রেমের গান গাইতে পারেন অরিজিৎ।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Pallavi-Chatterjee:প্রসেনজিতের-বোনের-অ্যাকাউন্ট-থেকে-উধাও-৯-লাখ-টাকা,ফোন-করে-জানলেন-তিনি-মৃত! Read Next

Pallavi Chatterjee:প্রসেনজিতের বোনে...