You will be redirected to an external website

Mukti Mohan: বিয়ে সারলেন নৃত্যশিল্পী,মুক্তিতেই বাঁধা পড়লেন কুণাল

Mukti-Mohan:-বিয়ে-সারলেন-নৃত্যশিল্পী,মুক্তিতেই-বাঁধা-পড়লেন-কুণাল

বিয়ে সারলেন নৃত্যশিল্পী,মুক্তিতেই বাঁধা পড়লেন কুণাল

এই মুহূর্তে জোর চর্চা চলছে ‘অ্যানিম্যাল’ ছবিটিকে নিয়ে। আলোচনা সমালোচনায় বিদ্ধ সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবি। যদিও বাণিজ্যিক সাফল্যের দিক থেকে নজির গড়েছে এই ছবি মাত্র সাত দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার ব্যবসা করে। এ বার ছবি হিট হতেই বিয়ের পিঁড়িতে বসলেন ‘অ্যানিম্যাল’ খ্যাত তারকা কুণাল ঠাকুর। 

রিয়্যালিটি শোয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান মু্ক্তি। ‘খাতরোঁ কে খিলাড়ি’ থেকে ‘ঝলক দিখলা যা’-সহ একাধিক শোয়ে অংশ নিয়েছেন মুক্তি। এ ছাড়াও জনপ্রিয় সংগীতশিল্পী নীতি মোহনের বোন তিনি, খ্যাতনামী নৃত্যশিল্পী শক্তি মোহনের দিদি তিনি। বিয়ের দিন লাল-সাদা লেহঙ্গায় সেজেছিলেন মুক্তি। স্ত্রী মুক্তির পোশাকের রঙের সঙ্গে তাল রেখে সাদা শেরওয়ানিতে সাজেন কুণাল। সন্দীপ রেডি বঙ্গার ‘অ্যানিম্যাল’, ‘কবীর সিংহ’ ছবিতে নজর কেড়েছেন কুণাল। এ ছাড়াও ‘হু ইজ় গাইনি’ ওয়েব সিরিজ়েও কাজ করেছেন। বিয়ের পর যৌথ বিবৃতি দিয়ে তাঁরা লেখেন, ‘‘তোমার মধ্যেই আমি খুঁজে পেয়েছি ঈশ্বরের যোগ। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

আর-দেরি-নয়,-বিয়ের-পিঁড়িতে-বসছেন-জাহ্নবী!-ছবির-ইঙ্গিত-তেমনই Read Next

আর দেরি নয়, বিয়ের পিঁড়িত...