You will be redirected to an external website

‘দ্য আর্চিস’ মুক্তির আগেই জল্পনা তুঙ্গে,বার শাহরুখ খানের মেয়ের ওপর নজর গেল করণ জোহরের

‘দ্য-আর্চিস’-মুক্তির-আগেই-জল্পনা-তুঙ্গে,বার-শাহরুখ-খানের-মেয়ের-ওপর-নজর-গেল-করণ-জোহরের

‘দ্য আর্চিস’ মুক্তির আগেই জল্পনা তুঙ্গে

‘দ্য আর্চিস’ ওয়েব সিরিজের মাধ্যমে বিনোদন জগতে পা রাখতে চলেছেন সুহানা খান। অভিনয়ে অভিষেক শাহরুখ কন্যার। জোয়া আখতারের পরিচালনায় এই ওয়েব সিরিজ আসছে ওটিটি প্ল্যার্টফর্মে। তবে সুহানা খান একাই নন, সঙ্গে থাকছেন অগস্থা নন্দী, খুশি কাপুরও। একগুচ্ছ স্টারকিড এবার একসঙ্গে নেটফ্লিক্সের সিরিজে। তবে সুহানা খানকে আগে থেকেই ছবিতে নিতে চেয়েছিলেন করণ জোহর। করণের সঙ্গে শাহরুখ খানজের পারিবারিক সম্পর্ক। শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকেও তিনি বারবার অনুরোধ করেছিলেন অভিনয় জগতে নামতে। কিন্তু তিনি তাতে বিন্দুমাত্র রাজি ছিলেন না। সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি পর্দার পিছনেই কাজ করতে চান। 

তবে ছেলেকে না পেয়ে এবার শাহরুখ খানের মেয়ের ওপর নজর গেল করণ জোহরের। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে তিনি নাকি এবার সুহানা খানকে নিয়ে ছবি করতে চলেছেন। যদিও ফাইনাল কথা এখনও হয়নি। তবে সুহানা খান ও করণের জুটির খবর বিন্দুমাত্র চাপা থাকল না। শাহরুখ খানের সঙ্গেও সুহানার ছবি করার খবর বলিউডে ঘুরছে বর্তমানে।

যদিও এই মর্মে শাহরুখ খান মুখ খোলেননি। তবে ছেলের ওয়েব সিরিজে যে তিনি ক্যামিও করছেন তা এক কথায় স্পষ্ট। তাঁর পাশাপাশি এই সিরিজে ক্যামিও করছেন রণবীর সিংও। সব মিলিয়ে এখন শাহরুখ খানের পরিবার খবরের শিরোনামে। মেয়ের সিরিজ, শাহরুখ খানের ছবি সঙ্গে আরিয়ান খানের ওটিটি সিরিজ।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

কেরিয়ারের-নতুন-মোড়ে-সায়ন্তিকা,-অভিনয়-করবেন-বাংলাদেশি-ছবিতে Read Next

কেরিয়ারের নতুন মোড়ে সা...