মার্কিন মুলুকে চূড়ান্ত অপমানিত হতে হয়েছে বাঙালি শিল্পীদের
মার্কিন মুলুকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে চূড়ান্ত অপমানিত হতে হয়েছে বাঙালি শিল্পীদের, এমনই অভিযোগ তুললেন পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীরা৷ কেউ লিখিত অভিযোগ জানালেন লিখিতভাবে, কেউ আবার ফেসবুক লাইভ করে অভিযোগ জানালেন৷ সব মিলিয়ে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠল উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন আয়োজকদের বিরুদ্ধে, এনএবিসি-এর বিরুদ্ধে৷
অজয় চক্রবর্তী অভিযোগ করেছেন, তাঁকে যে পরিমাণ অর্থের বিনিময়ে অনুষ্ঠান করার কথা বলা হয়েছিল, সেই টাকাটিও পাননি তিনি৷ ভিসার টাকাও তিনি পাননি৷ জয়তী চক্রবর্তী যে অভিযোগ করেছেন, সেই হোটেলের ঘর পাওয়া নিয়েও অভিযোগ করেছেন অজয় চক্রবর্তী৷ তার পর খাবার পাওয়া থেকে শুরু করে অনেক অভিযোগ রয়েছে৷ শুধু তাই নয়, আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি পারেননি৷
লাইভে এসে জয়তী চক্রবর্তী জানিয়েছেন, ‘আমাদের ৫ তারিখ পর্যন্ত হোটেল বুকিং আছে বলে জানানো হয়, কিন্তু তার পরে দেখা যায়, আমরা ৪ জুলাই পর্যন্ত ঘরে ঢুকতে পারিনি৷’ পাশাপাশি তাঁর অভিযোগ সময় মতো খাবার তিনি পাননি৷ একজন পরিচিতের সাহায্যে তিনি অন্যত্র চলে যান৷ নিজেদের ঘরে ঢুকতে পারেননি বলে তাঁকে তাঁর পরিচিত এসে নিয়ে যান৷ পাশাপাশি তিনি অভিযোগ করে বলেছেন, পণ্ডিতজির অপমান যা দেখলাম, তারপর আর সেটা মানতে পারছি না৷ এর দায় কে নেবে?