You will be redirected to an external website

Nandi sisters:নন্দিতা-শিবপ্রসাদের ‘রক্তবীজ’-এ গাইবেন ‘নন্দী সিস্টার্স’!

Nandi-sisters:নন্দিতা-শিবপ্রসাদের-‘রক্তবীজ’-এ-গাইবেন-‘নন্দী-সিস্টার্স’!

বাঙালি কন্যারা ফিরলেন বাংলায়

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘রক্তবীজ’-এ একের পর এক চমক। এই ছবিতেই প্রথম বার জুটি বাঁধবেন আবির চট্টোপাধ্যায় আর মিমি চক্রবর্তী। আবার এই ছবি দিয়েই বাংলা সিনেমায় আত্মপ্রকাশ আরও এক জনপ্রিয় জুটির। তাঁরা হলেন অন্তরা এবং অঙ্কিতা নন্দী, যাঁদের গোটা দেশ চেনে ‘নন্দী সিস্টার্স’ বলেই।

সমাজমাধ্যমে ইতিমধ্যেই জনপ্রিয় তাঁদের ‘ব্যালকনি কনসার্ট’। বিভিন্ন রাজ্যের ভাষা ও সংস্কৃতি রপ্ত করে গান গেয়ে বাড়িতেই পারফর্ম করতেন পুণে নিবাসী দুই বোন। মানুষ তাঁদের সে ভাবেই চিনেছে। ইউটিউবে ভাইরাল হয়েছে তাঁদের গানের ভিডিয়ো। তবে জনপ্রিয়তা বাড়তে থাকায় ডাক পেতে শুরু করেন নানা প্রকল্পে। নেপথ্যগায়িকা হিসাবে এ আর রহমানের সঙ্গেও কাজ করেছেন অন্তরা। গত বছর মুক্তি পাওয়া মণি রত্নমের ছবি ‘পোন্নিয়িন সেলভান’-এ গান গেয়ে পর্দায় আত্মপ্রকাশ করেছেন ‘ভাইরাল গায়িকা’। শুধু আক্ষেপ ছিল একটিই, বাংলায় কবে ডাক পাবেন! নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরে এল সেই সুযোগ।

গত বছর শেষ দিকেই বাংলায় একটি গানের ভিডিয়োতে গেয়েছেন অন্তরা। সেই ছিল স্বপ্ন পূরণের প্রথম ধাপ। এ বার গাইবেন পুরোদস্তুর সিনেমায়। তা-ও আবার বোনের সঙ্গে! তাঁকে দেখেই গানে ঝুঁকেছিলেন অঙ্কিতা। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার ফাঁকে বোনের গান নিয়ে আগ্রহ দেখে আপ্লুত হয়েছিলেন অন্তরা। এ বার যেন সার্থক লাগছে তাঁর নিজেদের ‘নন্দী সিস্টার্স’ জুটি।‘রক্তবীজ’-এর সঙ্গীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় যে তাঁদের কথা ভেবেছেন এতেই দারুণ খুশি দুই বোন। এমন সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন অন্তরা।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

'প্রতিষ্ঠা-পেতে-এতটুকু-সাহায্য-করেননি-বাবা'-ক্ষোভ-উগরে-দিলেন-কুমার-শানুর-ছেলে Read Next

'প্রতিষ্ঠা পেতে এতটুকু স...