You will be redirected to an external website

বাদাম কাকু থেকে রাতারাতি অভিনেতা ভূবন বাদ্যকর । জেনে নিন কোন সিনেমা অভিনয় করছে ''বাদাম কাকু''

বাদাম-কাকু-থেকে-রাতারাতি-অভিনেতা-ভূবন-বাদ্যকর-।-জেনে-নিন-কোন-সিনেমা-অভিনয়-করছে-''বাদাম-কাকু''-

এপ্রিল থেকে একটি টিভি চ্যানেলে দেখা যাবে ভুবন বাবু কে। সংগৃহীত ছবি

‘কাঁচা বাদাম’ গান শোনেননি এমন কাউকে খুঁজে পাওয়া দায়। পছন্দ হোক বা না হোক- নিছক বিনোদনের রসদ পেতে কাঁচা বাদাম গান শুনেছেন সকলে। এক সময় নানান কারণে বারে বারে খবরে আসতেন কাঁচা বাদাম গানে গায়ক ভুবন বাদ্যকর। কখনও তাঁর জীবনযাত্রা। কখনও আর্থিক কষ্ট কিংবা কখনও তাঁর বিতর্কীত মন্তব্যের কারণে বারে বারে খবরে আসেন বাদাম কাকু।

কিন্তু সেই ভুবন বাদ্যকর এবার দেখা যাবে সিরিয়ালের পর্দায়। ভুবন বাবু জানান, মাস তিনেক আগে তিনি শুটিং করে এসেছেন। ওই সিরিয়ালে তাঁকে মেয়ের বাবা হিসাবে পাঠ করতে হয়েছে। যেখানে তিনি প্রেম করে বিয়ের বিরোধী। অথচ তাঁর মেয়ে প্রেম করে বিয়ে করার চেষ্টা করবেন। সেই নিয়েই পুরো গল্প। তিনি আরও জানান, দু'দিন ধরে তাঁর শুটিং হয়। তার বিনিময়ে তিনি প্রায় ৪০ হাজার টাকাও পেয়েছেন। ভুবন বাবুর কথায়, " মানুষের আর্শিবাদে আমার গান সকলের মন হয় করেছে। সবার সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছি। এখন অভিনয়ের সুযোগ পেয়েছি। আগামী দিনে এরকম সুযোগ এলে আমি অভিনয় করে যাব।"

খুব সম্প্রতি এক ধারাবাহিকে মেয়ের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকে তিনি প্রেম বিরোধী বাবা। পর্দায় তিনি প্রেমের বিরোধী হলেও তার মেয়ে প্রেম করেই বিয়ে করায় বিশ্বাসী এবং পর্দায় সেই চেষ্টাই করবে সে। আর সেই নিয়েই গোটা গল্প এগোবে। এই প্রসঙ্গে মিডিয়ার কাছে ভুবনবাবু জানিয়েছেন, দু’দিন ধরে শুটিং করেছেন তিনি। সেই শুটিংয়ের বিনিময়ে ৪০ হাজার টাকা পারিশ্রমিকও পেয়েছেন। তিনি আরো বলেছেন, মানুষের আশীর্বাদে তিনি সকলের সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছেন। এবার সুযোগ পেলেন অভিনয়ের। ভবিষ্যতে এমন সুযোগ পেলে তিনি আবারো অভিনয় করবেন বলেই জানিয়েছেন।
 

AUTHOR :Rita Ghosh

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার �...

Priyanka-Chopra:প্রিয়ঙ্কার-রঙিন-পোশাকে-ঝলমল-করে-উঠল-রাতের-মুম্বই,পরস্পরে-হারালেন-নিক-প্রিয়ঙ্কা Read Next

Priyanka Chopra:প্রিয়ঙ্কার রঙিন প�...

Related News