You will be redirected to an external website

Amitabh Bachchan: রামমন্দির উদ্বোধনের প্রায় তিন সপ্তাহের মাথায় ফের অযোধ্যায় অমিতাভ!

Amitabh-Bachchan:-রামমন্দির-উদ্বোধনের-প্রায়-তিন-সপ্তাহের-মাথায়-ফের-অযোধ্যায়-অমিতাভ!-

 ‘বিগ বি’কে পাওয়া গেল অযোধ্যায়

 ‘বিগ বি’কে পাওয়া গেল অযোধ্যায়। রামমন্দিরে পুজো দিলেন বর্ষীয়ান এই অভিনেতা। ২২ জানুয়ারি রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ। সঙ্গে ছিলেন অভিষেক বচ্চনও। সেই ‘মহোৎসবের’ প্রায় আড়াই সপ্তাহ পরে ফের অযোধ্যায় গেলেন অমিতাভ। এ বার অবশ্য একাই এসেছেন তিনি।

 শুক্র সকালে ক়ড়া নিরাপত্তা বেষ্টনীর ঘেরাটোপে রামমন্দিরে পৌঁছন অমিতাভ। অভিনেতার পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি। সঙ্গে কোট। কপালে কমলা সিঁদুরের টিকা, রামলালার মূ্র্তির সামনে করজোড়ে প্রণাম করতে দেখা গেল অমিতাভকে। এর আগে রামমন্দির উদ্বোধনের দিন একেবারে প্রথম সারিতে অম্বানীদের সঙ্গে বসেন তিনি।

তা ছাড়া মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় সরযূ নদীর পারে জমি কিনেছেন অমিতাভ। মুম্বইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার বিশাল ‘দ্য সরযূ’ প্রজেক্টে জমি কিনেছেন বলিউডের শাহেনশাহ। অযোধ্যা যে তাঁর মনের কাছাকাছি একটা জায়গা তা, আগেই বলেছিলেন অমিতাভ। তিনি জানিয়েছিলেন, অযোধ্যার সঙ্গে তাঁর আবেগ ও আধ্যাত্মিক সংযোগ রয়েছে। ঐতিহ্য ও আধুনিকতা সহাবস্থান করে অযোধ্যায়। শুধু তাই নয়, এই স্থানটিকে তিনি ‘গ্লোবাল স্পিরিচুয়াল ক্যাপিটাল’ আখ্যাও দিয়েছিলেন। তবে হঠাৎ করেই অমিতাভকে অযোধ্যায় যেতে দেখে অবাক হয়েছেন অনেকেই। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Richa-Chadha-Ali-Fazal:-মা-হতে-চলেছেন-রিচা-চড্ডা!-সুখবর-দিলেন-হবু-বাবা-আলি-ফজল Read Next

Richa Chadha-Ali Fazal: মা হতে চলেছেন র...