You will be redirected to an external website

Big Boss 17: নিয়ম ভাঙল! ‘বিগ বস্‌ ১৭’-র ঘরে মিলল ‘ফোন’ ব্যবহারের অনুমতি

Big-Boss-17:-নিয়ম-ভাঙল!-‘বিগ-বস্‌-১৭’-র-ঘরে-মিলল-‘ফোন’-ব্যবহারের-অনুমতি

শনিবার থেকে শুরু হচ্ছে সলমন খান সঞ্চালিত ‘বিগ বস্‌ ১৭’

আগামী শনিবার থেকে শুরু হচ্ছে সলমন খান সঞ্চালিত ‘বিগ বস্‌ ১৭’। কিছু আগেই শেষ হয়েছে ‘বিগ বস্‌ ওটিটি’। আগে সাধারণত মাঝে বেশ অনেকগুলো মাস অপেক্ষা করতে হত দর্শককে। তবে এ বার আর বেশি দিনের বিরতি নয়। খুব অল্প দিনের ব্যবধানেই আসছে বিগ বসের নতুন সিজ়ন। এই নতুন খেলায় প্রতিযোগী হিসাবে দেখা যাবে বিভিন্ন পেশার মানুষকে। ডিজিট্যাল ক্রিয়েটর্স, কিছু পরিচিত জুটিকে দেখতে পাবেন দর্শক। এত বছর ধরে দর্শক জেনে এসেছে ‘বিগ বস্‌’–এর বাড়িতে কোনও কিছুর অনুমতি নেই। না পরিবার পরিজনের সঙ্গে দেখা করা যাবে। না থাকবে কোনও যোগাযোগ ব্যবস্থা। এই বারে অবশ্য শোনা যাচ্ছে, ঘটতে চলেছে এক ঐতিহাসিক ঘটনা। ‘বিগ বস্‌ ১৭’র ঘরে নাকি মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন প্রতিযোগীরা। 

এই বিষয়টি আলোচনায় আসতে দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে দর্শক। কারও বক্তব্য ফোন অনেক আগে থেকেই বিগ বসের বাড়িতে ব্যবহার করত প্রতিযোগীরা। যা কখনও প্রকাশ্যে আসেনি। বিশেষত যে সব প্রতিযোগীরা প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ তাঁরা এমন অনেক সুযোগ সুবিধা পান, যা সাধারণ মানুষরা জানতেই পারেন না। 

শোনা যাচ্ছে, এই সিজ়নের বিগ বসের বাড়ি আরও বিলাসবহুল হতে চলেছে। অঙ্কিতা লোখাণ্ডে-ভিকি জৈন, নীল ভট্ট-ঐশ্বর্যা শর্মা, মুনাওয়ার ফারুকি, অনুরাগ দোভাল, সানি আর্য-সহ আরও অনেককে দেখা যাবে নতুন বাড়িতে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

রোহিত-শেট্টির-পুলিশ-ব্রহ্মাণ্ডে-প্রথম-মহিলা-সদস্য-দীপিকা,প্রকাশ্যে-এল-অভিনেত্রীর-ফার্স্ট-লুক Read Next

রোহিত শেট্টির পুলিশ ব্র...