বিয়ে করছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া
বিয়ে করছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। চলতি বছরেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। গত ১৩ মে ধুমধাম করে আম আদমি পার্টির নেতা তথা সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বাগ্দান সেরেছেন অভিনেত্রী। এ বার বিয়ের পালা। বাগ্দানের পরে কানাঘুষো শোনা গিয়েছিল, চলতি বছরের অক্টোবর মাসেই নাকি চারহাত এক হবে যুগলের। এ বার খবর, অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে নারাজ তাঁরা।
বাগ্দানের পর থেকেই বিয়ের আয়োজন শুরু করে দিয়েছিলেন পরিণীতি ও রাঘব। বিয়ের স্থান নির্বাচন করার জন্য ইতিমধ্যেই একাধিক বার রাজস্থানে গিয়েছেন যুগল। দিদি প্রিয়ঙ্কা চোপড়ার মতো মরুশহরেরই এক বিলাবহুল হোটেলে বিয়ে সারবেন পরিণীতি। শোনা যাচ্ছে, উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’ হোটেলটিই চূড়ান্ত করেছেন যুগল।
দিল্লিতেই জন্ম রাঘবের, সেখানেই বড় হয়ে ওঠা। তাঁর বেশির ভাগ আত্মীয়, পরিজন এবং বন্ধু রাজধানীর বাসিন্দা। তাই দিল্লিতে একটি রিসেপশন পার্টি থাকছেই। তবে খাস দিল্লিতে নয়, গুরুগ্রামের বিলাসবহুল হোটেল ‘দ্য লীলা অ্যাম্বিয়েন্স’-এ হতে চলেছে সেই আয়োজন। দিল্লি ছাড়াও মুম্বইয়ে থাকছে একটি রিসেপশন পার্টির আয়োজন। পরিণীতি পেশায় যে হেতু বলিউড অভিনেত্রী, স্বাভাবিক ভাবেই বিনোদন জগতের তারকাদের জন্য মায়ানগরীতেও বসবে প্রীতিভোজের আসর। তা ছাড়াও শোনা যাচ্ছে, চণ্ডীগড়ে আয়োজিত হতে চলেছে আরও একটি রিসেপশন পার্টি।