You will be redirected to an external website

ফিল্ম ইন্ডাস্ট্রির আড়ালে রমরমিয়ে দেহব্যবসা, গ্রেফতার জনপ্রিয় নায়িকা

ফিল্ম-ইন্ডাস্ট্রির-আড়ালে-রমরমিয়ে-দেহব্যবসা,-গ্রেফতার-জনপ্রিয়-নায়িকা

গ্রেফতার হয়েছেন বলিউডের কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তল

বলিউডে সুযোগ দেওয়ার নাম করে উঠতি মডেল-অভিনেত্রীদের দেহব্যবসার দিকে ঠেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউডের কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তল। তার পর থেকেই আরতিকে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর উত্থান-কাহিনি নিয়েও কৌতূহল দেখাতে শুরু করেছেন অনেকে।আরতির পুরো নাম আরতি হরিশচন্দ্র মিত্তল। বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা হলেও ১৯৯৫ সালের ১৮ অক্টোবর দিল্লিতে তাঁর জন্ম।

মুম্বই পৌঁছে ছোটখাটো মডেলিং এবং অভিনয়ের সুযোগ পেয়ে যান আরতি। অভিনয়ের সুযোগ পান কয়েকটি বড় বাজেটের ছবির ছোট ছোট চরিত্রে। টিভি সিরিয়ালেও অভিনয় করতেন তিনি।বেশ কিছুটা পুঁজি সঞ্চয় করে নতুন কিছু শুরুর পরিকল্পনা করেন আরতি। আর সেই চিন্তাভাবনা থেকেই খুলে ফেলেন ‘প্ল্যান্টাস্টিক ফিল্মস’ নামের এক কাস্টিং সংস্থা।এর পর মডেলিং এবং টুকটাক অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সিরিয়াল এবং ছোট বাজেটের ছবির জন্য অভিনেতা-অভিনেত্রী বাছাইয়ের কাজও শুরু করেন আরতি।

বিভিন্ন নামীদামি চ্যানেলের বড় বাজেটের সিরিয়ালে অভিনয় করেছেন আরতি। কাজ করেছেন ওয়েব সিরিজ়েও। জনপ্রিয় সিরিয়াল ‘আপনাপন’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেন। অভিনেত্রী রাজশ্রী ঠাকুরও ওই সিরিয়ালে ছিলেন।সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে আরতি দাবি করেছিলেন, অভিনেতা আর মাধবনের সঙ্গে শীঘ্রই একটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।সেই আরতিই বর্তমানে পুলিশের জালে। অভিযোগ, বলিউডে সুযোগ দেওয়ার নাম করে মেয়েদের দেহব্যবসার ফাঁদে ফেলার।পুলিশই সোমবার খদ্দের সেজে টোপ ফেলে কাস্টিং ডিরেক্টর আরতিকে গ্রেফতার করেছে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Ram-Charan:-বাবা-হচ্ছেন-রাম-চরণ,বিয়ের-১০-বছর-পর...নিলেন-কর্মবিরতি Read Next

Ram Charan: বাবা হচ্ছেন রাম চরণ,...