You will be redirected to an external website

উরফির পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে পারব না!

উরফির-পোশাকে-নিজেকে-সাজিয়ে-তুলতে-পারব-না-!

উরফিকে কুর্নিশ জানিয়েছেন করিনা কাপুর। সংগৃহীত

খুব একটা যে তিনি সিনেমা করেছেন তা নয় । শুধুমাত্র নিজের অত্যাধুনিক পোশাক এবং নজরকাড়া স্বাচ্ছন্দ জীবন যাপনের ধারা তাকে সর্বদা পেজ থ্রির শিরোনাম করে রাখেন । তার এই অতি অত্যাধুনিক পোশাক দেখে ভ্রূ কঁুচকে যায় প্রায় সকল নেটিজেনদের । অথচ  বলিউডের ফ্যাশন আইকন এবার উরফি জাভেদের প্রশংসা করলেন।   সবাই যখন উরফির পোশাকের নিন্দা করে কোণঠাসা করছে ঠিক তখনই যেন শক্ত হাতে হাল ধরলেন করিনা কাপুর।ফ্যাশন স্টেটমেন্ট থেকে বিতর্কিত মন্তব্যের জেরে হামেশাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ। এবার সেই উরফিকেই কুর্নিশ জানিয়েছেন করিনা কাপুর।

 উরফির সাহসেরও প্রশংসা করলেন বলি নায়িকা। করিনার মতে, উরফি এতটাই আত্মবিশ্বাসী, যে কোনও পোশাকই গায়ে তুলতে পারে। খোলামেলা পোশাক পরলেও মানিয়ে যায়। এই কারণেই উরফিকে এতটা ভাল লাগে। উরফিকে সাহসী ও ঝোড়ো বলে অভিহিত করেন করিনা কাপুর খান।করিনা কাপুর আরও বলেন, তিনি উরফির মত নন। উরফি নিজের মনের সঙ্গে তাল মিলিয়ে চলেন। যেমনটা তিনি চান, ঠিক তেমনটাই তিনি করেন। 

বেবো আরও ববেন, ফ্যাশন হল মন ও শরীরের একযোগের কথা। উরফি যেভাবে সাহস নিয়ে নিজের মনের মত সাজপোশাক করে প্রত্যেককে চমকে দেন,তা সত্যিই প্রশংসার যোগ্য। উরফি সাহসী বলেই এমনটা নিয়মিত করে চলেছেন । ফ্যাশন কুইন করিনার থেকে এই প্রশংসা পেয়ে আপ্লুত উরফি। ফ্যাশনিস্তা বলেন, তিনি আর কিছু ভাবতেই পারছেন না। করিনার এই প্রশংসায় তার শরীরে প্রাণ নেই, নিজেকে মৃত বলেই মনে হচ্ছে। কী যে হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না বলেই মন্তব্য করেছেন।
 

AUTHOR :Rita Ghosh

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Jisshu-Sengupta:আন্তর্জাতিক-ফ্যাশন-শোয়ের-র‍্যাম্পে-হাঁটলেন-যিশু-কন্যা Read Next

Jisshu Sengupta:আন্তর্জাতিক ফ্যাশ...