You will be redirected to an external website

১৩ বছর পরে কলকাতায় এসে মঞ্চ মাতালেন সলমন খান,খোশমেজাজে ভাইজান বললেন, ‘আবার আসব’!

১৩-বছর-পরে-কলকাতায়-এসে-মঞ্চ-মাতালেন-সলমন-খান,খোশমেজাজে-ভাইজান-বললেন,-‘আবার-আসব’!

ফের তিলোত্তমায় পা রাখলেন বলিউডের ভাইজান

শনিবার ফের তিলোত্তমায় পা রাখলেন বলিউডের ভাইজান। ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে এসে মঞ্চ মাতালেন সলমন খান। সঙ্গে ছিলেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ়, সোনাক্ষী সিন্‌হার মতো বলিউড নায়িকারা। তবে ভাইজানের ক্যারিশ্মার কাছে ফিকে বাকিরা। নিজের হিট গান ‘ও ও জানে জানা’, ‘জিনে কে হ্যায় চার দিন’, ‘মুন্নি বদনাম হুয়ি’তে নেচে মঞ্চ মাত করলেন সলমন। রোম্যান্টিক গানে পা মেলালেন সোনাক্ষী, জ্যাকলিন, পূজার সঙ্গেও। গত কয়েক মাস ধরে একের পর এক প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন ভাইজান। সেই সব হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে খোশমেজাজে মঞ্চে পারফর্ম করলেন সলমন।

শনিবার দুপুরে কলকাতায় পা রেখেই সোজা কালীঘাটে যান সলমন। পরনে আকাশি জিন্‌স এবং একই রঙের শার্ট। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বলিউডের ভাইজান। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। হরিশ চ্যাটার্জি রোড তখন উপচে পড়ছে অনুরাগীদের ভিড়ে। কোথাও সলমনের প্রমাণসাইজ়ের কাটআউটে মালা পরিয়ে সুপারস্টারকে স্বাগত জানাচ্ছেন ভক্তেরা। অনেকে আবার মোবাইল ক্যামেরা তাক করে অপেক্ষায় ছিলেন, কখন তাঁদের নায়কের দেখা মিলবে। নায়কের ‘দর্শন’ পেতে কালীঘাটে হাজির হয়েছিলেন নেতাজিনগর সলমন খান ফ্যান ক্লাবের সদস্যেরাও। উজ্জ্বয়ন চৌধুরী নামে ক্লাবের এক সদস্য বলেন, ‘‘সলমন খানকে ইস্টবেঙ্গল ক্লাবেও দেখব। ওঁকে কালীঘাটেও দেখব।’’

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

শেষ-হল-‘ডন-৩’-এর-গল্প,-খুশির-মেজাজ-শাহরুখ-ভক্তমনে Read Next

শেষ হল ‘ডন ৩’-এর গল্প, খুশ...