You will be redirected to an external website

কত বেতন পান একেকজন চিয়ারলিডার? জানলে অবাক হয়ে যাবেন !

কত-বেতন-পান-একেকজন-চিয়ারলিডার?-জানলে--অবাক-হয়ে-যাবেন-!

আইপিএল-এ বিনোদনকে কয়েকগুণ বাড়িয়ে দেন চিয়ারলিডাররা।

আইপিএল। বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট লিগ।  প্রতি বছর এই লিগে খরচ হয় প্রচুর টাকা। কোটি কোটি টাকা দিয়ে কেনা হয় ক্রিকেটার। এই লিগ যেমন বিনোদনের লিগ তেমনই টাকারও লিগ। এই লিগ থেকে কয়েক মাসে বিভিন্ন উপায়ে বিভিন্ন মানুষ মোটা টাকা আয় করে থাকেন। ভারতের এই ক্রিকেট উৎসব, যেখানে চারিদিকে টাকার ছড়াছড়ি, সেই লিগ থেকে কত টাকা উপার্জন করেন চিয়ার লিডাররা?

আইপিএলের চিয়ারলিডাররা বরাবরই থাকেন আলোচনায়। অতীতে চিয়ারলিডারদের নিয়ে কম বিতর্ক হয়নি। আইপিএলে গ্ল্যামারের ছটা ছড়িয়ে দেওয়া চিয়ারলিডারদের পারফর্ম করার জন্য বিভিন্ন স্যালারি প্যাকেজ রয়েছে। জানা গিয়েছে, ইউরোপের বিভিন্ন ছোট-বড় শহর থেকে এজেন্সি মারফত আইপিএলের মঞ্চে এসে পৌঁছান। ভারতীয় মুদ্রায় তাঁরা কমপক্ষে ১৭ লক্ষ টাকার স্যালারি প্যাকেজ পান। আইপিএল ম্যাচের পর পার্টিতে গেলে তাঁদের বাড়তি উপার্জন হয়। এ ছাড়াও তাঁরা বিভিন্ন সুযোগ সুবিধা পান। যেমন- বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি।

এটা তো গেল ম্যাচপিছু টাকার হিসেব। ম্যাচের পর প্রায় প্রতিটা দল পার্টি দেয়। সেখানেও পারফর্ম করতে হয় তাদের। এই পারফরম্যান্সের জন্য আলাদা করে টাকা পান তারা। এটাও ফ্র্যাঞ্চাইজি পিছু আলাদা আলাদা হয়। অনেক চিয়ারলিডারকে বিজ্ঞাপনে অভিনয় করানো হয়।

AUTHOR :

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

badshah:বিবাহবিচ্ছেদ-অতীত,-তিন-বছর-পর-নতুন-জীবনের-প্রস্তুতি-বাদশার Read Next

badshah:বিবাহবিচ্ছেদ অতীত, তি...