You will be redirected to an external website

Salman Khan: মঙ্গলের বিকেলে সলমনের বাড়িতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

Salman-Khan:-মঙ্গলের-বিকেলে-সলমনের-বাড়িতে-মুখ্যমন্ত্রী-একনাথ-শিন্ডে

মঙ্গলের বিকেলে সলমনের বাড়িতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার দুই বন্দুকবাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম ভিকি সাহেব গুপ্ত এবং সাগর পাল। দু’জনেই আদতে বিহারের বাসিন্দা। সলমনের বাড়িতে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত বলিউডের অন্য তারকারাও। গোটা ঘটনায় বেশ চিন্তিত খান পরিবার। মঙ্গলবার এই ঘটনায় দু’জন গ্রেফতার হতেই সলমনের ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা ঘটনায় মুম্বই পুলিশ কঠোর পদক্ষেপ করবে। 

গোটা ঘটনায় এখনও পর্যন্ত সলমন কোনও মন্তব্য করেননি। সোমবার কাজেও বেরোন সলমন। যদিও কড়া নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন অভিনেতা। রবিবার থেকেই একে একে অভিনেতার ভাই-বোনরা পৌঁছেছেন তাঁর বাড়িতে। যদিও সোমবার খান পরিবারের তরফ থেকে একটি বিবৃতি দিয়েছেন অভিনেতার ভাই আরবাজ় খান। তিনি লেখেন, ‘‘সেলিম খানের বাড়ির সাম্প্রতিক এই ঘটনাটি খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক। এই ঘটনায় আমাদের পরিবার বিস্ময়াহত।’’ এরই সঙ্গে ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘দুঃখজনক ভাবে এখন অনেকেই নিজেকে আমাদের পরিবারের কাছের মানুষ বলে দাবি করে মুখপাত্র হিসাবে সংবাদমাধ্যমে নানা কথা বলছেন এবং বিষয়টিকে ‘সস্তা প্রচার’ আখ্যা দিতে চাইছেন।’’ আরবাজ় জানিয়েছেন, যাঁরা দাবি করছেন তাঁদের পরিবার বিষয়টাকে পাত্তা দিতে চাইছে না, সেটা ঠিক নয়। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Salman-Khan:-সলমনের-বাড়িতে-পুলিশি-সুরক্ষা-মহারাষ্ট্র-সরকারের,ঘটনায়-কী-বললেন-সেলিম-খান?- Read Next

Salman Khan: সলমনের বাড়িতে পুল...