You will be redirected to an external website

Sugandha Mishra: মা হবেন সুগন্ধা, সমুদ্রসৈকতে স্বামীর সঙ্গে ছবি দিলেন কমেডিয়ান

Sugandha-Mishra:-মা-হবেন-সুগন্ধা,-সমুদ্রসৈকতে-স্বামীর-সঙ্গে-ছবি-দিলেন-কমেডিয়ান

সুখবর দিলেন কমেডিয়ান সুগন্ধা মিশ্র

সুখবর দিলেন কমেডিয়ান সুগন্ধা মিশ্র। মাতৃত্বকে আগমন করতে চলেছেন তিনি। বেবি বাম্পের ছবি দিয়ে সকলকে খুশি করে দিলেন সুগন্ধা।রবিবার সুগন্ধা এবং তাঁর স্বামী সংকেত ভোঁসলে সমুদ্রসৈকতে দাঁড়িয়ে ফোটোশ্যুট করে ছবি পোস্ট করেছেন।

সুগন্ধা এবং সংকেত তাঁদের যৌথ পোস্টে লিখেছেন, ‘সেরা সময় এখনও আসতে বাকি... .আমাদের জীবনে নতুন সংযোজনের জন্য অপেক্ষা করতে পারছি না। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদের প্রয়োজন।’ পোস্টের ক্যাপশনে তাঁরা ‘বেবি অন দ্য ওয়ে’, ‘ব্লেসড’-এর মতো বেশ কয়েকটি হ্যাশট্যাগ রেখেছেন।সুগন্ধা এবং সংকেত ‘দ্য কপিল শর্মা’ শো-তে একে অপরের প্রেমে পড়েন। ২০২১ সালের ২৬ এপ্রিল জলন্ধরে গাঁটছড়া বাঁধেন তাঁরা।তবে প্রাথমিকভাবে তাঁরা ২০২০ সালে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু আরও অনেকের মতো, করোনা অতিমারির কারণে তাঁদের বিয়ে স্থগিত ছিল।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Ranbir-Kapoor:-গঙ্গুবাঈ-কাথিয়াওয়াড়ি-ছবির-জন্য-জাতীয়-পুরস্কার-পেয়েছেন-আলিয়া Read Next

Ranbir Kapoor: গঙ্গুবাঈ কাথিয়াওয়...