You will be redirected to an external website

গলায় ঝুলছে বাঘের নখ, BIG BOSS-এর সেট থেকে গ্রেফতার প্রতিযোগী

গলায়-ঝুলছে-বাঘের-নখ,-BIG-BOSS-এর-সেট-থেকে-গ্রেফতার-প্রতিযোগী

BIG BOSS-এর সেট থেকে গ্রেফতার প্রতিযোগী

গলায় ঝুলছে হার, আর তাতে লাগানো লকেট নিয়েই বিপত্তি। যেমন তেমন লকেট নয়, সেই লকেটে রয়েছে একটি বাঘের আস্ত নখ। আর সেটা গলায় পরা অবস্থাতেই রিয়্যালিটি শো-তে দেখা যাচ্ছে প্রতিযোগীকে। এই ঘটনা সামনে আসার পর সোজা কন্নড় বিগ বস-এর সেটে পৌঁছে গেল পুলিশ। গ্রেফতার করা হল ওই ব্যক্তিকে।

১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। ওই প্রতিযোগীর নাম ভার্তুর সন্তোষ। গত রবিবার তাঁকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।বন দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বিগ বস-এর অন্দরমহল থেকে তাঁকে বের করে আনা হয়। এরপর সেট থেকেই গ্রেফতার করে বন দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে বাগের নখ এভাবে ব্যবহার করার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বন দফতর। ওই লকেটটি বাজেয়াপ্ত করা হয়েছে।

গ্রেফতার করার পর নখের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ওই ব্যক্তি জানান, তিনি পূর্বসূরীদের সূত্রে ওই লকেটটি পেয়েছিলেন। বন্যপ্রাণী সুরক্ষা আইনেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। ওই আইন অনুযায়ী, কোনও বন্যপ্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা বা পরা বেআইনি।

উল্লেখ্য, বেঙ্গালুরুতে গরু কেনাবেচার ব্যবসা রয়েছে ওই ব্যক্তির, সঙ্গে রয়েছে রিয়্যাল এস্টেটের ব্যবসাও। এছাড়া কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি নেট দুনিয়ায় জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। এরপরই বিগ বসের টিকিট পান তিনি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Kangana-Ranaut:-৫০-বছরের-ইতিহাসে-প্রথম-নারীর-হাতে-রাবণ-দহন-লালকেল্লায় Read Next

Kangana Ranaut: ৫০ বছরের ইতিহাসে প...