বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না এআর রহমানের
গত কয়েক মাস ধরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না এআর রহমানের। সেপ্টেম্বর মাসে চেন্নাইয়ে রহমানের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলার কারণে দুর্ভোগের শিকার হয়েছিলেন বহু শ্রোতা এবং অনুরাগী। সেই সময় অভিযোগের আঙুল উঠেছিল রহমানের দিকেও। যদিও পরে কনসার্টের আয়োজকরা নিজেদের ভুল স্বীকার করে বিবৃতি জারি করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে জড়ালেন অস্কারজয়ী সুরকার। এ বার রহমানের বিরুদ্ধে অভিযোগে সরব চিকিৎসকদের সংগঠন। সংগঠনের তরফে দাবি, অনুষ্ঠানের জন্য অগ্রিম ২৯ লক্ষ টাকা নিলেও দেখা মেলেনি রহমানের।
শল্যচিকিৎসকদের সংগঠনের তরফে দাবি, একটি অনুষ্ঠান করার জন্য নাকি রহমানকে ২৯ লক্ষ টাকার অগ্রিম দেওয়া হয়েছিল। সেই অগ্রিম টাকা নেওয়ার পরেও অনুষ্ঠান করেননি রহমান। ফেরত মেলেনি সেই টাকাও। রহমানের টিম যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
গত ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ে আয়োজন করা হয়েছিল রহমানের কনসার্টের। সেই কনসার্টের কারণে গত কয়েক মাস ধরেই বিতর্কে রয়েছেন সুরকার। ভিড় বেড়ে যাওয়ার কারণে কনসার্টের জায়গায় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। অতিরিক্ত ভিড় সামলানোয় গলদ থাকার ফলে শুরু হয় ধাক্কাধাক্কি। বহু শ্রোতার পদপিষ্ট হওয়ার খবর মেলে। এমনকি শ্লীলতাহানির শিকার হন বহু মহিলা, এই অভিযোগও ওঠে।