You will be redirected to an external website

জিম করতে গিয়ে উদ্দাম নাচ! অনুষ্কা-বিরাটের ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

জিম-করতে-গিয়ে-উদ্দাম-নাচ!-অনুষ্কা-বিরাটের-ভিডিও-দেখে-হতবাক-নেটদুনিয়া

জিম করতে গিয়ে উদ্দাম নাচ

জিমে মন দিয়ে কসরৎ করছিলেন বিরাট কোহলি। দুম করে জিমে এসে হাজির স্ত্রী অনুষ্কা! ব্যস ব্যায়াম করা মাথায় উঠল বিরাটের। সঙ্গে সঙ্গে আজ্ঞে হুজুর বলে অনুষ্কার ইশারায় নেচে উঠলেন বিরাট। জিমের ভিতর চান্স পেয়ে বিরাটকে ডান্স করিয়ে নেটিজেনদের মন জিতে নিলেন বিরাট ঘরনি। আর সেই ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল।

আপাতত, বেঙ্গালুরুতে রয়েছেন বিরাট, অনুষ্কারা। আইপিএলের মাঝে নিজেকে ফিট রাখতে কোনও ফাঁকি নেই বিরাটের। আর সঙ্গে যখন অনুষ্কা তখন তো বিরাট রয়েছেন স্ত্রীয়ের কড়া নজরে। তাই ব্য়ায়াম করার মাঝে ডান্স করে ফিটনেসকে ঝালিয়ে নিলেন বিরাট ও অনুষ্কা। ভিডিও দেখে নেটিজেনরা বলে উঠলেন, মাঠ থেকে কী এবার বলিউডের পর্দায় বিরাট!

তবে এসবে একেবারেই কান নেই তাঁদের। বরং দাম্পত্যকে সুখী রাখতে অনুষ্কা-বিরাটের এই মিষ্টি মধুর প্রেম কিন্তু দারুণ হিট।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

বাবা-ছেলে-ফ্রেমবন্দি,এ-যেন-অবিকল-শাহরুখ..একসঙ্গে-দেখে-প্রশংসায়-পঞ্চমুখ-নেটপাড়া Read Next

বাবা-ছেলে ফ্রেমবন্দি,এ য...