You will be redirected to an external website

Jawan : ৪ দিনেই ৪০০ কোটির ক্লাবে ‘জওয়ান’, বক্স অফিসে মাইলস্টোন

Jawan-:-৪-দিনেই-৪০০-কোটির-ক্লাবে-‘জওয়ান’,-বক্স-অফিসে-মাইলস্টোন

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় লাইম লাইটে ‘জওয়ান’

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় লাইম লাইটে ‘জওয়ান’। দেশজুড়ে তো বটেই, এমনকী বিদেশেও শাহরুখ খানের সিনেমা দেখতে দলে দলে হল ভরাচ্ছেন ভক্তরা। বিজয়রথ ছুটছেই। ইতিমধ্যেই হিন্দি সিনেমার জগতে বক্স অফিসে মাইলস্টোন তৈরি করা পারফরম্যান্স এই ছবির।

স্বাভাবিকভাবেই সপ্তাহান্তের ব্যবসার দিকে নজর থাকে। বক্সঅফিস রিপোর্ট বলছে, শুধু রবিবারই ‘জওয়ান’ যা আয় করেছে, সেই বিপুল অঙ্কের ব্যবসা আজ পর্যন্ত কোনও হিন্দি সিনেমা একদিনে দিতে পারেনি। রবিবার শুধুমাত্র ভারতেই ৮১ কোটি টাকা আয় করে ফেলেছেন শাহরুখ। আর আন্তর্জাতিক স্তরে তো আরও ধুন্ধুমার ব্যবসা। তার আগে জানুয়ারি মাসে ‘পাঠান’-এর একদিনের আয়ও রেকর্ড গড়েছিল। ৬৮ কোটি টাকার ব্যবসা করে বাদশার কামব্যাক ছবি। তবে এবার ‘পাঠান’-এর সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল ‘জওয়ান’। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর টুইট অনুযায়ী, রবিবার হিন্দি বেল্টে এই ছবির আয় ৬৮.৭২ কোটি টাকা।

জাতীয়স্তরে প্রথমদিনের কালেকশন ছিল ৭৫ কোটি টাকা। ওপেনিং ডে-তেই বক্স অফিসে যা হুঙ্কার ছেড়েছিলেন, তাতেই সিনেবাণিজ্য বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন যে, ‘জওয়ান’ ভারতীয় সিনেমার ক্যাশবাক্স ভরিয়ে দেবে। হলও তাই। শুক্রবার, দ্বিতীয়দিনে দেশে ৫৩.২৩ কোটি টাকা আয় করে। শনিবার সেই গ্রাফ একলাফে বেড়ে ৭৭.৮৩ কোটির ব্যবসা করে ‘জওয়ান’।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Soumya-Chakraborty:-আংটিবদল-করলেন-‘সারেগামাপা’-খ্যাত-গায়ক-সৌম্য-চক্রবর্তী Read Next

Soumya Chakraborty: আংটিবদল করলেন ‘স...