You will be redirected to an external website

আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ শাহরুখ-কন্যা,মেয়ের সাফল্যে গর্বিত শাহরুখ

আন্তর্জাতিক-প্রসাধনী-সংস্থার-সঙ্গে-চুক্তিবদ্ধ-শাহরুখ-কন্যা,মেয়ের-সাফল্যে-গর্বিত-শাহরুখ

মেয়ের প্রথম আন্তর্জাতিক সাফল্যে গর্বিত বাবা

এখনও পর্যন্ত মুক্তি পায়নি বলিউডে তাঁর প্রথম কাজ। তবে এর মধ্যেই নিজের প্রথম সাফল্যের স্বাদ পেলেন বাদশা-কন্যা। আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সুহানা। পিভি সিন্ধু, অনন্যা বিড়লা ও এক্ষা সুব্বার পাশাপাশি ওই সংস্থার অ্যাম্বাসাডর হিসাবে জায়গা করে নিলেন সুহানা খানও। মেয়ের প্রথম আন্তর্জাতিক সাফল্যে গর্বিত বাবা। তবে, মেয়ের প্রশংসা করার পাশাপাশি, নিজের পিঠও চাপড়ে নিলেন শাহরুখ।

আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার অ্যাম্বাসাডর হওয়ার পরে বুধবার প্রথম সংবাদমাধ্যমের সামনে এলেন সুহানা খান। সেখানেই প্রথম বার মাইক হাতে বক্তব্য রাখলেন সুহানা। লাল পোশাকে মঞ্চে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাঁকে।

সুহানার এই আত্মবিশ্বাস চোখ এড়ায়নি তাঁর বাবার। ওই অনুষ্ঠান থেকে মেয়ের একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন শাহরুখ। ভিডিয়োর আবহে তাঁরই ছবি ‘কাল হো না হো’-র ‘প্রিটি ওম্যান’ গান। সুহানার ভিডিয়ো পোস্ট করে শাহরুখ লেখেন, ‘‘সুন্দর পোশাক, সুন্দর কথা... খুব ভাল হয়েছে! আর আমি যদি নিজেকেও এর জন্য একটু সৌজন্য দিই, খুব ভাল ভাবে বড় হয়েছ তুমি!’’ শাহরুখের লেখায় স্পষ্ট মেয়ের জন্য তাঁর গর্ব। সঙ্গে, মেয়েকে ভাল মানুষ করতে পেরেও যে সন্তুষ্ট তিনি, সে কথাও বুঝিয়ে দিয়েছেন বাদশা।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

‘আমার-কিছুই-হয়নি!’ভুয়ো-বিস্ফোরণের-খবর-বললেন-সঞ্জয়-দত্ত Read Next

‘আমার কিছুই হয়নি!’ভুয়ো ব...