দক্ষিণী ছবিতে দীপিকার অভিষেক
এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে ভারতের মুখ হয়ে উঠেছেন দীপিকা পাড়ুকোন। কখনও বিদেশী ব্র্যান্ডের প্রচারদূত, কখনও তাঁকে দেখা যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে। খুব শীঘ্রই অস্কারে অন্যতম উপস্থাপক হতে চলেছেন দীপিকা। এক কথায় এই মুহূর্তে দীপিকা রীতিমতো আন্তর্জাতিক তারকা। তার মাঝে ‘পাঠান’-এর সাফল্য আছে। এ বার তাঁর অভিষেক ঘটতে চলেছে তেলুগু ছবিতে। বিপরীতে প্রভাসের মতো তারকা। ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছেন দীপিকা। ছবির নাম ‘প্রজেক্ট কে’। এই ছবির জন্য যে পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন দীপিকা, টাকার অঙ্কটা শুনলে বিস্মিত হতে পারেন।
শোনা যাচ্ছে, প্রথম তেলুগু ছবির জন্য দীপিকার প্রায় ১০ কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিচ্ছেন। কল্পবিজ্ঞান ঘরানার ছবি ‘প্রজেক্ট কে’। খবর পাওয়া যায়, ভারতীয় মহাকাব্য মহাভারত ও তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি নাগ অশ্বিন পরিচালিত ছবির চিত্রনাট্য। ছবিতে অশ্বত্থামার মতো এক চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। কর্ণের আদলে তৈরি একটি চরিত্রে অভিনয় করবেন প্রভাস। তবে দীপিকার চরিত্র নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করেননি ছবির নির্মাতারা।