মালতীকে কোলে নিয়ে গোলাপি স্কার্টে 'দেশি গার্ল'
প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস আজ মুম্বইয়ে পৌঁছান। তাঁদের সঙ্গেই দেখা যায় একমাত্র সন্তান মালতীকে। মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে শুক্রবার বিকেলে এসে পৌঁছান তাঁরা। পাপারাৎজিদের ভিড়ও ছিল দেখার মতো। ছবি ওঠার পরেই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ছবি।
প্রিয়াঙ্কা তাঁর মেয়েকে কোলে নিয়েছিলেন। ছবি তোলার জন্যে মেয়েকে সঙ্গে নিয়ে পোজও দেন অভিনেত্রী। ভারতে এই প্রথম মেয়েকে নিয়ে জনসম্মুখে এলেন দম্পতি। প্রিয়াঙ্কা চোপড়া হট পিংক রঙের স্কার্ট পরেছিলেন।তারকাদের এয়ারপোর্ট লুক বা বিমানবন্দরের সাজ নিয়ে কম বেশি সবার মধ্য়েই আগ্রহ থাকে। প্রিয়াঙ্কা চোপড়ার মতো একজন ফ্যাশনিস্তার লুক নিয়ে আগ্রহ থাকে আরও বেশি।
তবে কোনওবারই তাঁর অনুরাগীদের হতাশ করেন না প্রিয়াঙ্কা। এবারও তার অন্যথা হয়নি। কালিনা বিমানবন্দরের বাইরে প্রিয়াঙ্কাকে দেখার পর যথেষ্ট খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা। প্রিয়াঙ্কার এই লুক তাঁদের মুগ্ধ করেছে। তবে প্রিয়াঙ্কার কোলে তাঁর একমাত্র মেয়েকে দেখে আরও বেশি খুশি হয়েছেন সবাই।
প্রিয়াঙ্কা একটি মনোক্রম্যাটিক কো-অর্ড সেট পরেছিলেন। সাধারণভাবে এয়ারপোর্ট লুকের জন্যে এই ধরনের পোশাকই বেছে নেন অভিনেত্রীরা।প্রিয়াঙ্কা পরেছিলেন একটি হট পিংক রঙের কো-অর্ড। এই সেটে একটি স্কার্ট এবং ক্রপড টপ ছিল। সুন্দর দেখাচ্ছিল তাঁকে।