You will be redirected to an external website

'ছোটবেলা থেকে পর্দায় দেখেছি', দেবের নায়িকা হয়ে আবেগে ভাসছেন 'মিঠাই'

'ছোটবেলা-থেকে-পর্দায়-দেখেছি',-দেবের-নায়িকা-হয়ে-আবেগে-ভাসছেন-'মিঠাই'

দেবের নায়িকা হচ্ছেন সবার প্রিয় ‘মিঠাই'

ছোটপর্দা থেকে এবার বড়পর্দায় পা রাখলেন ‘মিঠাই’ ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। আর সৌমিতৃষা বিপরীতে রয়েছেন সুপারস্টার দেব! হ্য়াঁ, মঙ্গলবার সকাল থেকেই টলিপাড়ায় কান পাতলে এখন একটাই খবর। দেবের নায়িকা হচ্ছেন সবার প্রিয় ‘মিঠাই’। তা কোন ছবিতে দেখা যাবে সৌমিতৃষাকে?

দেবের হাতে একের পর এক ছবি। সম্প্রতি মধ্যপ্রদেশে গিয়ে শুটিং করেছেন ‘দুর্গ রহস্য’ ছবির। অন্যদিকে, খবর আগেই ছিল ‘প্রজাপতি’ ছবির অসামান্য সাফল্যের পর পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে হাত মিলিয়ে ফের ছবির করছেন দেব। ছবির নাম ‘প্রধান’। এই ছবিতেই দেবের বিপরীতে দেখা যাবে সৌমিতৃষাকে।

সৌমিতৃষা জানিয়েছেন, ”এই ছবির অফার পেয়ে আমি তো ভীষণ খুশি। স্কুলে পড়ার সময়ে দেবদার ছবি দেখতাম। সেই ছবির নায়িকাদের মতো আমিও সুন্দর লোকেশনে নাচ-গান করতে চাইতাম। তবে এই ছবি একেবারেই ওরকম ছবি নয়। তবুও দেবদার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা সত্য়িই বড় ব্যাপার। সঙ্গে অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরীর টিমে সুযোগ পাওয়াটাও খুবই ভাল ব্যাপার।”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

পথ-দুর্ঘটনায়-গুরুতর-আহত-‘পুষ্পা:-দ্য-রুল’-এর-একাধিক-শিল্পী Read Next

পথ দুর্ঘটনায় গুরুতর আহত ...