You will be redirected to an external website

সলমনের বোনের ঘর থেকে উধাও হিরের গয়না! শুরুতেই পুলিশের জালে পড়েন অভিযুক্ত

সলমনের-বোনের-ঘর-থেকে-উধাও-হিরের-গয়না!-শুরুতেই-পুলিশের-জালে-পড়েন-অভিযুক্ত

সলমনের বোনের ঘর থেকে উধাও হিরের গয়না

স্বামী আয়ুষ শর্মা ও দুই পুত্রকে নিয়ে মুম্বইয়ের খর এলাকায় থাকেন অর্পিতা। তাঁর বয়ান অনুয়ায়ী, রূপটানের জন্য ব্যবহৃত পাত্রের মধ্যে রাখা ছিল হিরের দুল জোড়া। সেখান থেকেই উধাও।

গত ১৬ মে চুরির ঘটনাটি ঘটার পর অর্পিতা থানায় ডায়েরি করেন। এর পরই সক্রিয় হয় পুলিশ এবং রাতের মধ্যেই সন্দীপ হেগড়ে নামের এক বছর তিরিশের যুবককে গ্রেফতার করা হয়। সন্দীপ থানের এক বস্তির বাসিন্দা। গত ৪ মাস পরিচারক হিসাবে কাজ করতেন অর্পিতারই বাড়িতে। চুরির ঘটনার পর কাউকে কিছু না জানিয়ে তিনি উধাও হয়ে যেতেই সন্দেহ তাঁর উপর গিয়ে পড়ে। অর্পিতার বাড়িতে সন্দীপ ছাড়া আর ১০ জন গৃহ সেবক রয়েছেন। তাঁদেরও কাউকে কিছু না জানিয়ে সন্দীপের গা ঢাকা দেওয়ার ঘটনায় পুলিশ সতর্ক হয়। ভিলে পার্লে ইস্ট-এর বস্তিতে হানা দিয়ে সন্দীপের ঘর তল্লাশি করে পুলিশ। সেখানেই উদ্ধার হয় ৫ লক্ষ টাকা মূল্যের হিরের দুল।

খর থানার এক আধিকারিক বলেন, “অভিযুক্ত সন্দীপ হেগড়ের কাছ থেকে হিরে খচিত সোনার দুল জোড়া পাওয়া গিয়েছে, যার দাম ৫ লক্ষ তো হবেই। ১৭ নম্বর রোড খার এলাকায় অর্পিতা খান শর্মার বাড়ি থেকে এই অলঙ্কার চুরি গিয়েছিল।” আধিকারিক আরও জানান, প্রযুক্তির সাহায্য নিয়েই থানের বস্তি থেকে সন্দীপকে ধরা গিয়েছে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

ছেলেকে-নিয়ে-বিদেশ-ট্রিপে-রচনা,ভাইরাল-একাধিক-ফ্রেমে Read Next

ছেলেকে নিয়ে বিদেশ ট্রিপ...