দিব্যজ্যোতির কীর্তিতে ভয়ে কাঁটা নেটপাড়া
‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের ‘সূর্য’কে দেখা গেল সাপ গলায় জড়িয়ে চুমু খেতে। শুধু তাই নয়, সাপকে আদরে ভরিয়ে দিতেও দেখা গেল অভিনেতাকে। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। সাপের মুখে চুমু খেয়ে আপাতত নেটপাড়ার চর্চায় দিব্যজ্যোতি। টেলিপর্দার তারকার কীর্তি দেখে ভয়ে কাঁটা নেটপাড়া। তাঁদের প্রশ্ন, ‘আপনার ভয় করে না?’
কোথায় গিয়ে সাপের সঙ্গে এত সখ্যতা হল দিব্যজ্যোতির? জানা গিয়েছে, টানা ধারাবাহিকের শুটিংয়ের অবসরে থাইল্যান্ড ট্যুরে গিয়েছেন অভিনেতা। পরিবারের অন্য কোনও সদস্য এই সফরে তাঁর সঙ্গী না হলেও দর্শকদের প্রিয় ‘সূর্য’র সঙ্গে গিয়েছেন তাঁর দাদা। দিব্যজ্যোতির শেয়ার করা ভিডিওতেই দেখা গেল, হলদে রঙের পাইথনকে গলায় জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিচ্ছেন তিনি। আর সেই ভিডিও দেখেই শোরগোল নেটপাড়ায়। অনুরাগীদের কারও মন্তব্য, ‘ও মা গো, এ তো ‘খতরো কে খিলাড়ি’।’
থাইল্যান্ড সফরে গিয়ে অনেককেই এর আগে এই কর্ন স্নেক গলায় জড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। যার ওজন একেকটার প্রায় ৩০ কেজির উপর। অভিনেতা এপ্রসঙ্গে জানিয়েছেন, ছোট থেকেই নাকি সাপ তাঁর খুব পছন্দের। একবার নাকি সাপ কিনে বাড়িতে নিয়ে আসবেন বলে, বিশেষ প্রজাতির সাপও পছন্দ করে ফেলেছিলেন। তবে মায়ের কাছে বকুনি খেয়ে সেই সাহস আর হয়নি দিব্যজ্যোতির। ভবিষ্যতেও সেই পথে আর হাঁটেননি অভিনেতা।