You will be redirected to an external website

Kiara Advani বিয়ের লেহঙ্গা বুনতে ক’হাজার ঘণ্টা লেগেছে জানেন?

Kiara-Advani-বিয়ের-লেহঙ্গা-বুনতে-ক’হাজার-ঘণ্টা-লেগেছে-জানেন?

কিয়ারার বিয়ের অনুষ্ঠানের লেহঙ্গা বুনতে ক’হাজার ঘণ্টা লেগেছে জানেন?

সমাজমাধ্যমের পাতায় মাঝেমাঝেই উঠে আসছে সিড-কিয়ারার বিয়ের ঝলক। সম্প্রতি কিয়ারা ইনস্টাগ্রামে অনুরাগীর সঙ্গে ভাগ করে নিয়েছেন সঙ্গীত অনুষ্ঠানের কিছু ঝলক। সেই অনুষ্ঠানে কনের সোনালি রঙের লেহঙ্গাটি নজর কেড়েছে সবার।

দীপিকা, ক্যাটরিনা, আলিয়ার মতো সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাক নয়, কিয়ারার বিয়ের সব পোশাকই নকশা করেছেন পোশাক শিল্পী মণীশ মলহোত্র। কিয়ার লেহঙ্গার খুঁটিনাটি বিবরণ দিয়ে মণীশ একটি পোস্ট শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। সোনালি লেহঙ্গাটির গা জুড়ে চুমকি ও জরির কারুকাজ। মণীশ জানিয়েছেন, এই লেহঙ্গাটির সম্পূর্ণ নকশা করতে সময় লেগেছে প্রায় ৪০০০ ঘণ্টা। লেহঙ্গাটি দূর থেকে দেখলে বোঝা যাবে তাতে ছিল সোনালি আর রুপোলি রঙের অভিনব ‘এফেক্ট’। কখনও মনে হবে লেহঙ্গাটির ম্যাট সোনালি, কখনও আবার মনে হবে লেঙঙ্গা জুড়ে রুপোলি চুমকির কারুকাজ। মণীশ জানিয়েছেন, এই এফেক্টটি তৈরি করতে ৯৮,০০০ টি স্বরস্কি পাথরের ব্যবহার করা হয়েছে।

কেবল কিয়ারার লেহঙ্গাই নয়, গয়নাতেও ছিল চমক। কুন্দন, সোনা কিংবা প্ল্যাটিনাম নয়, বিয়ের প্রতিটি সাজের সঙ্গেই কিয়ারা পরেছিলেন হিরের গয়না। সঙ্গীতের দিনেও কিয়ারার গলায় হিরের হারটি নজর কেড়েছে সবার। হিরের নেকপিসের মধ্যে রুবির পেন্ডেন্টটি ছিল বিশেষ আকর্ষণের। গয়নাও ছিল মণীশের কালেকশন থেকে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

সন্দীপ-খোসলার-শাড়িতে-ফোটোশুট-Uorfi-Javed--র!-ফ্যাশন-জগতে-কি-নামডাক-বাড়ছে-তাঁর? Read Next

সন্দীপ খোসলার শাড়িতে ফ...