You will be redirected to an external website

Durnibar Saha: দ্বিতীয় বিয়ের মাস কয়েকের মধ্যেই বাবা হচ্ছেন দুর্নিবার

Durnibar-Saha:-দ্বিতীয়-বিয়ের-মাস-কয়েকের-মধ্যেই-বাবা-হচ্ছেন-দুর্নিবার

দ্বিতীয় বিয়ের মাস কয়েকের মধ্যেই বাবা হচ্ছেন দুর্নিবার

গুঞ্জনটা টলিউডের অন্দরে ঘুরছিল বেশ কয়েক দিন ধরেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সর্বক্ষণের ছায়াসঙ্গী মোহর সেনের অনুপস্থিতি চোখে পড়েছিল অনেকেরই। কারণ অনুসন্ধান করতে গিয়েই সামনে এল আসল সত্যটা। মা হতে চলেছেন মোহর সেন। যার পেশাগত পরিচয় তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী। অন্যদিকে তিনি গায়ক দুর্নিবার সাহার স্ত্রীও বটে। গত মার্চ মাসেই দুর্নিবার ও মোহর ওরফে ঐন্দ্রিলা সেন বিয়ে করেন। দুর্নিবারের এটি দ্বিতীয় বিয়ে। তাই বিয়ের পর চরম সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে সে সব নিন্দে, সমালোচনাকে দূরে সরিয়েই এবার সুখবর দিলেন ওঁরা। এক পোস্টের মাধ্যমে মোহর সাধারণের উদ্দেশে লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি এক ছোট্ট মিরাকল আসতে চলেছে।” খবর শুনে খুশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

প্রসঙ্গত, দুর্নিবার ও ঐন্দ্রিলার বিয়েতে হাজির ছিল গোটা টলিউড। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন কনেকর্তা হয়ে। নিজে দাঁড়িয়ে থেকে সবটা তদারকি করেন তিনি। হাজির ছিলেন টলিউডের অন্য নানা চেনা মুখও। ওই বিয়ের মরসুমেই দুর্নিবারের প্রথম স্ত্রী মীনাক্ষীর একটি পোস্ট রীতিমতো হইচই ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কারও নাম না করেই তিনি লেখেন, “জীবনে রণবীর সিংয়ের আগমনে জন্য রণবীর কাপুরকে যেতে দিতে হয়”। দুই রণবীরের চরিত্রগত ফারাক কার জানা নয়? মীনাক্ষীর এই বোমা নিয়ে সে সময় হয়েছিল চর্চা। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

সোমবার-সকালেই-জিতের-পরিবারে-এল-নতুন-সদস্য,শুভেচ্ছার-বন্যা-বইছে-নেট-দুনিয়ায় Read Next

সোমবার সকালেই জিতের পরি...