ইডি-র তরফে সমন পাঠানো হয় শ্রদ্ধা কাপুরকে
ইডি(ED)-র তরফে সমন পাঠানো হয় শ্রদ্ধা কাপুরকে। আজ, শুক্রবারই তাঁর হাজিরা দেওয়ার কথা। এর আগে, গতকাল কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানকে সমন পাঠানো হয়। তার আগে সমন পাঠানো হয়েছিল বলিউড অভিনেতা রণবীর কাপুরকেও।
গত সেপ্টেম্বর মাসে মহাদেব বেটিং চক্র সামনে আসে। কলকাতা সহ তিনটি শহরে তল্লাশি চালিয়ে ইডি ৪১৭ কোটি টাকা উদ্ধার করে। এরপরই এই বেটিং অ্যাপের সঙ্গে বলিউড তারকাদের যোগ পাওয়া যায়। গত বুুধবারই অভিনেতা রণবীর কাপুরকে সমন পাঠায় ইডি। এরপরে বৃহস্পতিবার কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানকেও সমন পাঠানো হয়। এবার শ্রদ্ধা কাপুরকেও তলব করা হল।
বুধবার রণবীর কাপুরের হাজিরা দেওয়ার কথা থাকলেও, তিনি দুই সপ্তাহের সময় চেয়েছেন হাজিরা দেওয়ার জন্য। ইডি সূত্রে জানা গিয়েছে, রণবীরকে মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতিতে অভিযুক্ত হিসাবে নয়, বরং অ্যাপের ব্রান্ড অ্যাম্বাসডর হিসাবে সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কে কী জানেন, সেই বিষয়ে প্রশ্ন করা হবে।
সূত্রের খবর, মহাদেব বেটিং অ্যাপের তদন্তে ইডির স্ক্যানারে প্রায় ১০০ জন রয়েছেন। তাদের মধ্যে বেশ অনেকজন বলিউড অভিনেতাও রয়েছেন। সানি লিওনি থেকে টাইগার শ্রফ, নেহা কক্কর, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি-এদের সকলের নামই জড়িয়েছে ওই বেটিং অ্যাপ ও দুর্নীতির ‘মাথা’ সৌরভ চন্দ্রশেখরের সঙ্গে।