You will be redirected to an external website

ছেলেকে নিয়ে বিদেশ ট্রিপে রচনা,ভাইরাল একাধিক ফ্রেমে

ছেলেকে-নিয়ে-বিদেশ-ট্রিপে-রচনা,ভাইরাল-একাধিক-ফ্রেমে

ছেলেকে নিয়ে বিদেশ ট্রিপে রচনা

রচনা বন্দ্যোপাধ্যায়, একের পর এক সোশ্যাল পোস্ট তাঁর বর্তমানে ভাইরাল। সোশ্যাল মিজিয়াতে বারবরই সক্রিয় তিনি। তারই মাঝে এবার বিদেশ থেকে একাধিক ফ্রেম শেয়ার করে নিলেন তিনি সকলের সঙ্গে। তালিকা থেকে বাদ পড়ল না ছেলেও। বন্দুদের সঙ্গে ইউরোপ ট্রিপে গিয়েছেন রচনা। মনোরম পরিবেশে ধরা দিলেন খোশ মেজাজে। গোটা শরীর জুড়ে প্রশান্তির ছাপ। একের পর এক ছবিতে ভাইরাল হলেন টলিউড সেলেব।

রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ কম নয়। দিদি নম্বর ওয়ান সেট থেকে নিত্য ভক্তদের সঙ্গে যোগাযো রেখে চলেছেন রচনা।তবে এবার বেশ কিছুদিনের ছুটিতে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় বরাবরই তিনি টলিপাড়ার ক্রাশ। বয়স যেন তাঁর কিছুতেই বাড়ে না।

একের এর পর এক ভাল ছবি সকলকে উপহার দিয়েছেন তিনি। বলিউডে গিয়েও নিজের ছাপ রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে একটা সময়ের পর রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ২০১২ সাল থেকে দিদি নম্বর ওয়ান-এ সঞ্চালিকার কাজ শুরু করেছিলেন রচনা। তবে থেকেই দর্শকদের নজরের কেন্দ্রে তিনিই রিল লাইফের দিদি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

অরিজিতের-গান-শুনে-আতঙ্কে-কেঁদে-ফেললেন-অনুরাধা! Read Next

অরিজিতের গান শুনে আতঙ্ক...