You will be redirected to an external website

Bollywood : চলে গিয়েও থেকে গিয়েছেন সুশান্ত,কার্তিকের আগামী ছবিতেই মিলবে তার প্রমাণ

Bollywood-:-চলে-গিয়েও-থেকে-গিয়েছেন-সুশান্ত,কার্তিকের-আগামী-ছবিতেই-মিলবে-তার-প্রমাণ

চলে গিয়েও থেকে গিয়েছেন সুশান্ত

গোটা দেশে তখন অতিমারি ও লকডাউনের আবহ। বেলা একটু গড়াতেই খবর মেলে, প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। মুম্বইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। অভিনেতার রহস্যমৃত্যু নিয়ে শুরু হয় তোলপাড়। শুরু হয় তদন্ত। তার পর কেটে গিয়েছে তিন বছর। তিন বছর পরেও বলিউডের বেশ কিছু সহকর্মী মনে রেখেছেন সুশান্তকে। তাঁদের মধ্যে কৃতি শ্যানন অন্যতম।

চলতি বছরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘শেহজ়াদা’। বছরের প্রথম ছবির ভরাডুবির পরে বেশ কিছু দিন কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন কার্তিক। তবে এ বার পরের ছবির জন্য কোমর বেঁধে নেমেছেন অভিনেতা। নিজের পরবর্তী ছবির জন্য ‘৮৩’ খ্যাত পরিচালক কবীর খানের সঙ্গে জুটি বেঁধেছেন কার্তিক। ছবির নাম ‘চন্দু চ্যাম্পিয়ন’। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে গিয়েছে ছবির। 

১৯৬০ সালে কমনওয়েলথ গেমস ও ১৯৭২ সালে জার্মানিতে প্যারালিম্পিকের সোনা জেতেন মুরলীকান্ত পেটকর। তাঁর জীবনাবলম্বনে ছবির তৈরির কথা শুরু হওয়ার পরে সেই ছবিতে প্রথম কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সুশান্ত। ২০১৬ সালে এই বায়োপিকে কাজ করা নিয়ে কথাও বলেছিলেন প্রয়াত অভিনেতা। শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে কী ভাবে জয় ছিনিয়ে এনেছিলেন পেটকর, সেই গল্প শুনে অনুপ্রাণিত হয়েছিলেন সুশান্ত নিজে। তবে শেষ পর্যন্ত ওই ছবিতে আর কাজ করা হয়ে ওঠেনি তাঁর। ২০২০ সালে প্রয়াত হন অভিনেতা।খবর, ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূরকে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Bollywood-Controversy:-২০০-কোটি-টাকা-তছরুপের-মামলায়-ফের-দিল্লি-কোর্টে-জ্যাকলিন Read Next

Bollywood Controversy: ২০০ কোটি টাকা তছ...