সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন স্ত্রীর কীর্তি ফাঁস
জীবনের নতুন ইনিংস শুরু করেছেন বিতর্কিত টেলিভিশন তারকা রাখি সবন্ত। শুধু নতুন ইনিংস শুরুই নয়, জানতে পারা যায়, অনেক কাঠখড় পুড়িয়েই জীবনের সেই অধ্যায়ে পা রেখেছেন রাখি। গত বছরের মাঝমাঝি সময় নাগাদ আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। আদিল ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় বিয়ের পরে নিজেও সেই ধর্ম গ্রহণ করেছিলেন টেলি তারকা। এমনকি, বোরখা পরিহিত অবস্থাতেও দেখা গিয়েছিল তাঁকে। সে সব এখন অতীত। আদিলের সঙ্গে সংসার পাতার খবর প্রকাশ্যে আসার মাস খানেকের মাথায় তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, প্রতারণা-সহ একাধিক অভিযোগ আনেন রাখি। থানাপুলিশ হয়ে আদালত পর্যন্ত গড়ায় সেই মামলা। এমনকি হাজতবাসও হয় আদিলের।
গত ২১ জুলাই জেল থেকে ছাড়া পেয়েছেন আদিল। জেল থেকে বেরোনোর পরেই তিনি রাখির বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ জোগাড় করা শুরু করে দিয়েছেন বলে দাবি রাখির প্রাক্তন স্বামীর। আদিলের কথায়, ‘‘আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছে রাখি। আমি সব ঘটনা প্রকাশ্যে আনব। দিন কয়েকের মধ্যেই আমি একটা সাংবাদিক বৈঠক ডাকব, সেখানেই সব প্রমাণ দেব।’’ এর আগেও একাধিক বার নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন আদিল।
এ দিকে গত জুন মাসে আদিলের সঙ্গে বিবাহবিচ্ছেদের লহেঙ্গা পরে জীবনের সেই মাইলফলক উদ্যাপন করেছেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি। বিবাহবিচ্ছেদের পরে ক্যামেরার মুখোমুখি হয়ে আদিলের কাছে দু’কোটি টাকা দাবিও করেন তিনি। তবে বিবাহবিচ্ছেদের পরে খোরপোশ হিসাবে নয়।