খ্যাতনামী তারকা ফাহাদ ফাসিল এডিএইচডি রোগে আক্রান্ত
অল্লু ও রশ্মিকার নজরকাড়া পারফরম্যান্সের মধ্যেও চোখ টেনেছিলেন ফাহাদ। ‘পুষ্পা’র প্রথম পর্বের পরে ভঁওয়র সিংহ শেখাওয়াত চরিত্রটির প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করে ছিলেন দর্শক ও অনুরাগীরা। তাঁদের সেই আশা পূরণও হতে চলেছে। ফাহাদের ৪১তম জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে পোস্টার। ছবি মুক্তির এখনও মাস তিনেক বাকি। এর মধ্যেই তিনি একটি বিশেষ রোগে আক্রান্ত বলে জানা গেল।
ফাহাদ নিজেই জানান, তিনি এডিএইচডি অর্থাৎ (অ্যাটেনশন-ডেফিসিট /হাইপার অ্যাক্টিভিটি ডিজ়অর্ডার)। এটি এক ধরনের মানসিক রোগ। সাধারণ শিশুদের মধ্যেই এই রোগের প্রভাব বেশি দেখা যায়। এই রোগে আক্রান্ত হলে সাধারণত অন্যের দৃষ্টি আর্কষণ করার প্রবণতা দেখা যায়। কিংবা সর্বত্র মধ্যমণি হয়ে থাকার প্রবণতা দেখা যায়। সম্প্রতি একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে নিজের এই রোগের কথা জানান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক চিকিৎসক। সেখানেই প্রতিকারের উপায়ও জানতে চান অভিনেতা। চিকিৎসক জানান, ছোটদের ক্ষেত্রে খুব সহজেই এডিএইচডি রোগের চিকিৎসা করা যায়। আর বড়দের ক্ষেত্রে লক্ষণ বুঝে চিকিৎসার পদ্ধতি নির্ণয় করতে হয়।