You will be redirected to an external website

শেষমেশ ফতিমার সঙ্গেই আমিরের তৃতীয় বিয়ে! ফাঁস হল দিনক্ষণ

শেষমেশ-ফতিমার-সঙ্গেই-আমিরের-তৃতীয়-বিয়ে!-ফাঁস-হল-দিনক্ষণ

শেষমেশ ফতিমার সঙ্গেই আমিরের তৃতীয় বিয়ে

অবশেষে চারহাত এক হতে চলেছে আমির খান ও ফতিমা সানা শেখের। দীর্ঘদিন ধরে ডেটিং করার পর ফতিমাকেই তৃতীয় স্ত্রী হিসেবে বাছতে চলেছেন আমির। সম্প্রতি ফতিমা ও আমির অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার পরেই এবার বিয়ের খবর রটে গেল গোটা বলিউডে। আর সূত্রপাত করলেন নিজেকে ফিল্মসমালোচক হিসেবে প্রতিষ্ঠীত করা কমল আর খান! বৃহস্পতিবার কমল এক টুইটের মধ্য়ে দিয়েই ফতিমা ও আমিরের বিয়ের খবর রটিয়ে দেন।

কমল টুইট করে লিখলেন, ”ফতিমাকে বিয়ে করতে চলেছেন আমির খান (Aamir Khan)। দঙ্গল ছবির শুটিংয়ের সময় থেকে ফতিমাকে ডেট করছেন আমির। এবার বিয়ে।”

অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্কের কথা গুঞ্জনপাড়ায় নতুন নয়। ২০১৬ সালে মুক্তি পায় আমিরের দঙ্গল (Dangal) ছবি। এই ছবিতে সুন্দরী ফতিমা সানা শেখকে সুযোগ দেন আমির। শোনা যায়, ফতিমার অডিশন দেখে আমিরই সবুজ সংকেত দেখিয়েছিলেন। তারপর থেকেই আমির-ফতিমাকে নিয়ে গুঞ্জন শুরু। বলিউডের নানা পার্টিতে আমিরের সঙ্গে দেখা যেত ফতিমাকে। আমিরের হাতে হাত দিয়ে মুম্বইয়ের বহু জায়গাতেই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ফতিমা ও আমিরকে। এ খবর কিরণ রাওয়ের কানেও গিয়ে পৌঁছায়। তবে এই গুঞ্জন আরও বেড়ে যায়, আমিরের কথাতে আদিত্য চোপড়ার ‘ঠগস অফ হিন্দুস্তান’ ছবিতে ফতিমার সুযোগ পাওয়ার পর থেকে। শোনা যায়, বহু প্রযোজক ও পরিচালককেও নাকি আমির নিজে ফোন করে ফতিমাকে সুযোগ দেওয়ার কথা বলেন। নিন্দুকেরা মনে করছেন ফতিমার প্রতি আমিরের এই প্রেমই ধীরে ধীরে কিরণ রাওয়ের সংসারে আগুন লাগায়। আর যার ফল এই বিবাহবিচ্ছেদ।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

‘স্ট্রিপ-ডান্সে-মগ্ন’-কেএল-রাহুল!-স্বামীর-হয়ে-মুখ-খুললেন-স্ত্রী-আথিয়া Read Next

‘স্ট্রিপ ডান্সে মগ্ন’ ক...