You will be redirected to an external website

প্রাণনাশের হুমকির পর নয়া সিদ্ধান্ত সালমানের

প্রাণনাশের-হুমকির-পর-নয়া-সিদ্ধান্ত-সালমানের-

গ্যাংস্টারের হুমকি রাতারাতি নিরাপত্তা সলমনের ! সংগৃহীত ছবি

হত্যার হুমকি পেলেন বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খান। সম্প্রতি অজ্ঞাতপরিচয়ের এক চিঠির মাধ্যমে মৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছেন তারা। সেই প্রেক্ষিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

ইতিমধ্যে যার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে তার গাড়িতেই গুলি করে হত্যা করা হয়েছে। একে-৪৭ থেকে ৩০ রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় এই গায়ককে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উঠে আসছে লরেন্স বিষ্ণোইয়ের নাম। যার টার্গেটে আছে সালমানের নামও!

আর তাই কোন রকম ঝুঁকি না নিয়ে ভাইজানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সালমান খানের সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার অ্যাপার্টমেন্টের চারপাশে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে, যাতে রাজস্থানের এই গ্যাংসালমানের কিছু করতে না পারে।’

সালমান একটি নিসান প্যাট্রোল এসইউভি গাড়ি কিনেছেন সম্প্রতি ।যদিও ভারতে এখনও এই গাড়ি লঞ্চ হয় নি । অভিনেতা , তাঁর সমস্ত নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন ।এশিয়ার বাজারে এই গাড়ি সবচেয়ে ব্যায়বহুল এবং জনপ্রিয় । এই বুলেটপ্রুফ গাড়িটির বিশেষত্ব হলো এই গাড়ি নিরাপত্তার দিক দিয়ে খুব ভালো ।

AUTHOR :

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Sidhu-Moosewala:মুক্তি-পেল-সিধু-মুসেওয়ালার-কণ্ঠে-শেষ-গান,ভক্তরা-ফিরে-পেলেন-প্রিয়-কণ্ঠ Read Next

Sidhu Moosewala:মুক্তি পেল সিধু মু...