You will be redirected to an external website

১০০০ কোটি টাকার দুর্নীতিতে নাম জড়াল গোবিন্দর,পুলিশি জেরার মুখে পড়বেন অভিনেতা

১০০০-কোটি-টাকার-দুর্নীতিতে-নাম-জড়াল-গোবিন্দর,পুলিশি-জেরার-মুখে-পড়বেন-অভিনেতা

১০০০ কোটি টাকার দুর্নীতিতে নাম জড়াল গোবিন্দর

প্রায় ১০০০ কোটি টাকার অনলাইন ‘পঞ্জি’ কেলেঙ্কারিতে নাম জড়াল বলি অভিনেতা গোবিন্দর। বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’কে জিজ্ঞাসাবাদ করতে আসবে ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখা।

ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখার আধিকারিক জে এন পঙ্কজ জানান, খুব শীঘ্রই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটি টিম মুম্বইতে যাবে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য। গত জুলাই মাসে ওই সংস্থার একটি অনুষ্ঠানে গোয়াতে গিয়েছিলেন অভিনেতা। যদিও পরে ওই আধিকারিক বলেন, ‘‘তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দ এই ঘটনায় অভিযুক্ত নন, কিংবা সন্দেহভাজনও নন। 

যদিও এই খবর ছড়িয়ে পড়তে অভিনেতার মুখপাত্র বলেন, ‘‘গোবিন্দ কোনও ভাবেই এই ধরনের কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। অর্ধসত্য খবর পেশ করা হচ্ছে। একটি এজেন্সির মারফত তিনি গোয়ার ওই অনুষ্ঠানে গিয়েছিলেন, ওই সংস্থার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।’’

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Sayantika-Banerjee:-বাংলাদেশে-ছবির-শুটিংয়ে-গিয়ে-হয়রানির-শিকার-সায়ন্তিকা!- Read Next

Sayantika Banerjee: বাংলাদেশে ছবির শ...