You will be redirected to an external website

প্রয়াত সৌমেন্দু রায়! ৯০-এ চলে গেলেন সত্যজিতের ছবির সিনেমাটোগ্রাফার

প্রয়াত-সৌমেন্দু-রায়!-৯০-এ-চলে-গেলেন-সত্যজিতের-ছবির-সিনেমাটোগ্রাফার

৯০-এ চলে গেলেন সত্যজিতের ছবির সিনেমাটোগ্রাফার

প্রয়াত বিখ্যাত সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায়। আজ সকাল ১১.৩০ টা নাগাদ তার সপ্তপর্ণির বাসভবনে তাঁর মৃত্যু হয়েছে। শোনা যাচ্ছে, হৃদযন্ত্র বিকল হয়ে শেষ পর্যন্ত তিনি মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। 

সত্যজিৎ রায়ের সঙ্গে দীর্ঘদিন বহু কাজ করেছেন। কালজয়ী পরিচালকের সঙ্গে ‘তিন কন্যা’ ছবি থেকে তাঁর যাত্রা শুরু হয়েছিল। জাতীয় পুরস্কার-সহ একাধিক দেশি-বিদেশী সম্মানে সৌমেন্দু বাবুকে সম্মানিত করা হয়েছে বিভিন্ন সময়। বুধবার সকালে স্নান সেরে ওঠার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন সৌমেন্দু। কেরিয়ারের শুরুর দিকে সত্যজিতের ছবিতে লাইট, ট্রলির কাজ সামলাতেন তিনি। তার পর সিনেম্যাটোগ্রাফির কাজ শুরু। ‘তিন কন্যা’র পাশাপাশি ‘অশনি সঙ্কেত’, ‘অরণ্যের দিনরাত্রি’-এর মতো অগুনতি ছবিতে কাজ করেন তিনি। সিনেম্যাটোগ্রাফির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন সৌমেন্দু।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার �...

উরফি-জাভেদ-মানেই-ছক-ভাঙার-ফ্যাশন,-এবার-কোটের-মধ্যে-দিয়ে-উঁকি-মারছেন-তিনি Read Next

উরফি জাভেদ মানেই ছক ভাঙা�...

Related News