You will be redirected to an external website

Aamir Khan: ‘তারে জ়়মিন পার’-এর পর ‘সিতারে জ়মিন পর’ মুক্তি পাবে আমিরের

Aamir-Khan:-‘তারে-জ়়মিন-পার’-এর-পর-‘সিতারে-জ়মিন-পর’-মুক্তি-পাবে-আমিরের

তিনি তৈরি করছেন ‘সিতারে জামিন পর’

সম্প্রতি সকলের সঙ্গে মেলামেশা বাড়িয়ে দিয়েছেন আমির খান। ছবির স্ক্রিনিংয়ে যাচ্ছেন। যাচ্ছেন পার্টিতেও। ২০২৩ সালে ৩ জানুয়ারি আবার বিয়ে করতে চলেছেন আমিরের কন্যা ইরা। তাঁর নতুন ছবি ‘লাহোর, ১৯৪৭’ সম্পর্কিত ঘোষণাও করা হয়ে গিয়েছে। সেই ছবিতে অভিনয় করবেন সানি দেওল। আমি এবার জানালেন তিনি তৈরি করছেন ‘সিতারে জামিন পর’। এবং তাতে অভিনয়ও করছেন তিনি।

ছবির ঘোষণা করে আমির বলেন, “‘সিতারে জ়মিন পর’ ছবিতে অভিনয় করছি আমি। এই ছবিটি প্রযোজনাও করছি আমি। ‘তারে জমিন পর’ কনসেপ্ট নিয়েই এই ছবিটি। আমার মনে আছে, ‘তারে জ়মিন পর’ আপনাদের কাঁদিয়েছিল। ‘তারে জমিন পর’ ছবিতে দার্শিলের চরিত্রকে বড় হতে সাহায্য করেছিলাম আমি। এই ছবিতে নিজেদের অনেক সমস্যা আছে এমন ৯জন আমাকে সাহায্য করবেন। আমি বলব, ‘তারে জ়মিন পার’ ছবির চেয়ে ‘সিতারে জ়মিন পার’ অনেক গুণ বড় ছবি।”

তিনি এও বলেন, “রাজকুমার সন্তোষীর পরিচালনায় তৈরি একটি ছবি প্রযোজনা করছি আমি। তাতে অভিনয় করেছেন সানি দেওয়াল। ছবির নাম ‘লাহোর, ১৯৪৭’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সানি স্বয়ং। সারা জীবন ধরে সানির অন্ধভক্ত ছিলাম আমি। সেই ছবিটি কেবলই প্রযোজনা করছি আমি। সানিই আসল হিরো। সেটি একটি ভালো গল্প।”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Arijit-Singh-Salman-Khan:-মহালয়ায়-এক-মঞ্চে-সলমনের-সঙ্গে-দেখা-যাবে-অরিজিৎ-সিংহকে! Read Next

Arijit Singh-Salman Khan: মহালয়ায় এক মঞ্...