You will be redirected to an external website

প্রেম ভাঙল হিমাংশি খুরানা এবং অসীম রিয়াজ়ের, ঘোষণা করলেন বিচ্ছেদের কথা

প্রেম-ভাঙল-হিমাংশি-খুরানা-এবং-অসীম-রিয়াজ়ের,-ঘোষণা-করলেন-বিচ্ছেদের-কথা

প্রেম ভাঙল হিমাংশি খুরানা এবং অসীম রিয়াজ়ের

২০২০ সালে ‘বিগ বস্‌’-এর ঘরে তাঁদের দেখা। রিয়্যালিটি শো-এ যোগ দেওয়ার পরই সম্পর্কে জড়ান হিমাংশি খুরানা এবং অসীম রিয়াজ়। গত তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। তবে গত কয়েক মাস ধরে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন তাঁদের প্রেম ভেঙেছে। যদিও এত দিন এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি কেউ। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হল। প্রেম ভাঙার ঘোষণা করলেন হিমাংশি।

৬ ডিসেম্বর, হিমাংশি লেখেন, “হ্যাঁ, আমরা আর একসঙ্গে নেই। তবে যে ক’টা বছর আমরা একসঙ্গে কাটিয়েছি, তা মনে রাখার মতো। এখন থেকে আমাদের পথ আলাদা। যে যাঁর মতো করে নিজেদের পথে হাঁটব এ বার। আমরা পরস্পরের ধর্মকে সম্মান করি। ভিন্ন মতাদর্শের কারণেই আলাদা পথ বেছে নিলাম আমরা। নিজ নিজ ধর্মের প্রতি ভালবাসার কারণে এই সম্পর্ককে আর এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা। 

হিমাংশি এবং অসীমকে বিভিন্ন গানের ভিডিয়োয় দেখেছে দর্শক। অসীমের জন্য দীর্ঘ ন’বছরের প্রেম ভেঙে ছিলেন তিনি। ক্যামেরার সামনে একে অন্যের প্রতি ভালবাসার কথা স্বীকার করেন তাঁরা।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

বেনারসিতে-সাবেকি-সাজে-প্রেমিক-সৌম্যকে-বিয়ে-করলেন-সন্দীপ্তা,টলিপাড়ায়-সাজ-সাজ-রব Read Next

বেনারসিতে সাবেকি সাজে প...