You will be redirected to an external website

Hollywood Actor: ভেঙে পড়ল বিমান, দুর্ঘটনায় মৃত্যু ‘ইন্ডিয়ানা জোন্‌স’ খ্যাত হলিউড অভিনেতার

Hollywood-Actor:-ভেঙে-পড়ল-বিমান,-দুর্ঘটনায়-মৃত্যু-‘ইন্ডিয়ানা-জোন্‌স’-খ্যাত-হলিউড-অভিনেতার

বিমান দুর্ঘটনার জেরে প্রাণ হারালেন হলিউড অভিনেতা

নতুন বছরের শুরুতেই মিলল দুঃসংবাদ। ছুটি কাটিয়ে ফেরার পথে বিমান দুর্ঘটনার জেরে প্রাণ হারালেন হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার। বিমান দুর্ঘটনার শিকার তাঁর দুই কন্যাও। 

খবর, বর্ষবরণের জন্য পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন ক্রিশ্চিয়ান। সঙ্গে ছিল তাঁর দুই কন্যা, ১২ বছরের আনিক এবং ১০ বছরের মাদিতা। গত কয়েক দিন ধরে ইনস্টাগ্রামের পাতায় ছুটি কাটানোর একাধিক ছবিও পোস্ট করেছিলেন অভিনেতা। বেকিয়া নামক একটি দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি এবং তাঁর পরিবার। সেখান থেকেই বিমানে করে সেন্ট লুসিয়ায় ফিরছিলেন ক্রিশ্চিয়ান এবং তাঁর দুই মেয়ে। ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। টেক অফের কিছু ক্ষণ পরেই ক্যারিবিয়ান সাগরে ভেঙে প়ড়ে বিমান। মৃত্যু হয় ৫১ বছরের অভিনেতা, তাঁর দুই কন্যা এবং বিমানচালকের।

জার্মান বংশোদ্ভূত হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান। জর্জ ক্লুনি, টম ক্রুজ়ের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘দ্য গুড জার্মান’ ছবিতে ক্লুনির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। ক্রুজ়ের ‘ভ্যালকারি’ ছবিতেও কাজ করেছিলেন ক্রিশ্চিয়ান। স্রেফ বড় পর্দাতেই নয়, টেলিভিশনেও বহু কাজ করেছেন তিনি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

প্রয়াত-উস্তাদ-রাশিদ-খান,-মাত্র-৫৬-বছরেই-থেমে-গেল-ভারতীয়-শাস্ত্রীয়-সঙ্গীতের-উদাত্ত-কণ্ঠস্বর Read Next

প্রয়াত উস্তাদ রাশিদ খান, ...