You will be redirected to an external website

কোটি কোটি টাকার ফ্ল্যাট কেলেঙ্কারিতে নুসরতের পাশে স্বামী যশ

কোটি-কোটি-টাকার-ফ্ল্যাট-কেলেঙ্কারিতে-নুসরতের-পাশে-স্বামী-যশ

ফ্ল্যাট কেলেঙ্কারিতে নুসরতের পাশে স্বামী যশ

বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতোর। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে সাংসদ-অভিনেত্রী। শুভেন্দু অধিকারী থেকে শঙ্কুদেব পাণ্ডা, বিরোধী শিবিরের অনেকেই তাঁরা বিরুদ্ধে বিষোদগার করেছেন! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, ‘প্রমাণের আগেই নুসরত জাহানকে দোষী সাব্যস্ত করা হচ্ছে।’

প্রসঙ্গত, টলিপাড়ার তারকাদম্পতি বর্তমানে মেন্টাল ছবির শুটিংয়ে ব্যস্ত। তার মাঝেই ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়ায় নুসরতের। সম্প্রতি এক সাংবাদিক বৈঠক করে ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন নুসরত জাহান। অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি সাফ জানান, “ঋণের টাকায় ফ্ল্যাট কেনা”। যদিও যে সংস্থা থেকে লোন নেওয়ার দাবি করেছিলেন সাংসদ-নায়িকা, সেখানকার ডিরেক্টরের গলায় উলটো সুর! বলছেন, “কোনও ধার দিইনি।” দুই তরফে দুরকম মন্তব্য শুনে বিভিন্নমহলে নুসরত জাহানের ফ্ল্যাট দুর্নীতি নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক সেইসময়েই মুখ খুললেন স্বামী যশ দাশগুপ্ত।

প্রসঙ্গত, সাংবাদিক বৈঠকে মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুলেছিলেন নুসরত। বলেছিলেন, বেশকিছু মিডিয়াতে নাকি দেখানো হয়েছে মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড সংস্থাটি তাঁর মালিকানাধীন। তৃণমূল সাংসদের দাবি, “২০১৭ সালের জুলাই মাসে আমি সেই সংস্থা ছেড়ে দিয়েছি।” এবার সহকর্মী নুসরতকে নিয়ে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষও মুখ খুললেন। তাঁর মন্তব্য, “আমি নিজের ব্যক্তিগত জায়গা থেকেই বুঝেছি মিডিয়া ট্রায়াল খুব বড় ব্যাপার। আদালতের তরফে কিছু জানানোর আগেই মিডিয়াতে লেখা হচ্ছে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Bollywood:-১০-দিনেই-১০০-কোটি-পার,আশা-জাগাচ্ছে-বলিউডে-‘রকি-অউর-রানি...’ Read Next

Bollywood: ১০ দিনেই ১০০ কোটি পা...