You will be redirected to an external website

‘খাদান’-এ দেবের বিপরীতে ইধিকা, ‘খাদান’ নিয়ে তাঁর মনের কথা জানালেন অভিনেত্রী

‘খাদান’-এ-দেবের-বিপরীতে-ইধিকা,--‘খাদান’-নিয়ে-তাঁর-মনের-কথা-জানালেন-অভিনেত্রী

‘খাদান’-এ দেবের বিপরীতে ইধিকা

বছরের প্রথম দিনেই জানা গিয়েছিল দেবের নতুন ছবিতে থাকছেন ইধিকা পাল। ‘খাদান’ ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। 

বেশ কিছু দিন আগে এই ছবির প্রস্তাব আসে ইধিকার কাছে। কিন্তু সব কিছু চূড়ান্ত হওয়ার পরেও সুখবরটি আড়ালেই রেখেছিলেন অভিনেত্রী। দেবের মতো অভিনেতার বিপরীতে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইধিকা। বললেন, ‘‘খুব ভাল লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে চাই আগের মতো এ বারেও যেন দর্শক আমার পাশে থাকেন।’’

 দেবের ছবিতে সুযোগ পেয়ে কি ইন্ডাস্ট্রিতে তাঁর শত্রুর সংখ্যা বাড়তে পারে? অভিনেত্রী হেসে বললেন, ‘‘হিংসে বা শত্রু, বিষয়গুলোকে এই ভাবে দেখি না। ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই আমার বন্ধু। আমার মনে হয় তাঁরা সকলেই চাইবেন যাতে আমি ভাল কাজ করি।’’‘বাঘা যতীন’-এর প্রিমিয়ারে দেবের সঙ্গে দেখা হয়েছিল ইধিকার। নতুন ছবিটি দেবের সঙ্গে এক প্রস্ত মিটিংও সেরেছেন তিনি। দেব পর পর নতুন অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন। এই বিষয় নিয়ে ইধিকা বেশ খুশি। তাঁর কথায়, ‘‘এটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ইতিবাচক। আমিও তো এক সময় নতুন ছিলাম। দেব যে নতুনদের নিয়ে ভাবে এবং তাদের সুযোগ দেয়, এটা খুবই ভাল পদক্ষেপ।’’

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Arbaaz-Malaika:-ইনস্টাগ্রামে-মালাইকাকে-‘আনফলো’-করলেন-আরবাজ় Read Next

Arbaaz-Malaika: ইনস্টাগ্রামে মালা...